১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই
I’m a digital marketer, motion graphics animator, web analyst, and now an entrepreneur. “Curious by profession,” as Jules et Jim said, I find my purest joy in marketing, motion graphics, web analytics, and discovering new ideas in marketing and making digital content and platforms. My profession gives me a right, duty even, to be curious and the opportunity to illustrate my perspective through motion graphics and game development under the EndingScene Inc. banner and to grow our native EdTech platform LearningBangladesh.com.
Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের একটি ভালো বন্ডিং তৌরি হয়েছে। পরিবারকে সময় দিয়ে যেভাবে ফ্যামিলি লাইফটাতে প্রাণ নিয়ে আসতে পারছি তেমনি বাসায় বসেই যদি অফিসের কাজের পরের অবসরে অনলাইন থেকে উপার্জন করা যায় সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক মন্দার সময়টাতে ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারবো।
অডিও পডকাস্ট – অনলাইন ইনকাম করার ১০টি উপায়
কিন্তু আমার কি অনলাইন থেকে ইনকাম করার সুযোগ আছে?
আপনি যেরকম অফিসের জন্য বাসায় বসে কাজ করছেন, বা আপনার বাসায় বসে যেই কাজ করা থেকে আপনার অফিস উপকৃত হচ্ছে সেই ধরণের কাজের ডিমান্ড কিন্তু সারা বিশ্ব জুড়েই আছে। যেহেতু আপনি বাসায় বসে কাজ করতে পারছেন তার মানে হচ্ছে আপনার হয় হার্ড স্কিল বা সফট স্কিল আছে।
হার্ড স্কিল বলতে এমন দক্ষতাকে বোঝায় যা সুনির্দিষ্ট কাজে প্রয়োগ করা যায় ও সঠিকভাবে যার মূল্যায়ন করা সম্ভব। সাধারণত টেকনিক্যাল দক্ষতাগুলো এর অন্তর্ভুক্ত। যেমন: ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষতা, মোশন গ্রাফিক্স করতে পারা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারা।
সফট স্কিল বলতে এমন দক্ষতাকে বোঝায় যা আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত ও কোন নির্দিষ্ট উপায়ে যার পরিমাপ বা যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। যেমন: প্রচণ্ড মানসিক চাপ সামলানোর ক্ষমতা, টিম ম্যানজমেন্ট করা, প্রজেক্ট তদারকি করা।
মজার বিষয় হচ্ছে আমাদের সবার ভিতরেই কোন না কোন ধরণের স্কিল রয়েছে যা আমরা কাজে লাগিয়ে ইনকাম শুরু করে দিতে পারি অনলাইন থেকে। যেমন ধরুন, আপনি খুব ভালো ফেইসবুকে লিখতে পারেন, আপনার লেখায় প্রচুর মানুষ লাইক কমেন্ট করে। আপনি কি এই লেখা-লেখির কাজ করে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো থেকে উপার্জন শুরু করতে পারেন। ধরলাম আপনার লেখার হাত নেই, কিন্তু আপনি প্রচুর মুভি দেখেন বা এনটারটেইনমেন্ট বিজনেসের খবরাখবর রাখেন। আমি বলবো আপনি ইউটিউবেই ভিডিও বানানো শুরু করে দিন। এই করোনায় শাহরুখ খান কত টাকা ডোনেট করলো এই ভিডিও দেখার বহু মানুষ আছে, আর আপনি এই ভিডিওই সুন্দরভাবে কপিরাইট ছাড়া বানিয়ে ইউটিউব থেকে উপার্জন করতে পারেন।
৮ বছরের ক্যারিয়ারে আমি চাকরি ও বিজনেস থেকে যেভাবে আয় করার সুযোগ পেয়েছি, পাশাপাশি ফাইভারে ফ্রিল্যান্সিং, ইউটিউব ভিডিওতে এডসেন্স, এমাজনের এফিলিয়েশন প্রোগ্রাম, ইনভাটো মার্কেটপ্লেসে ডিজিটাল প্রোডাক্ট, ও অনলাইন কোর্স সেল করে আমার ইনকাম জেনারেট হয়েছে।
আর তাই আসন্ন অর্থনৈতিক মন্দা থেকে যেন আপনি নিজেকে ও আর আপনার পরিবারকে সেইফ রাখতে পারেন সেই চিন্তা থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি এই ব্লগ এর মাধ্যমে।
কি কি মাধ্যম থেকে অনলাইনে ইনকাম করা যায়?
অফলাইনে আমরা যেরকম অনেকে অনেক পেশার সাথে জড়িত, তেমনি অনলাইন মার্কেটপ্লেসটাও সুবিশাল। সত্যিকার অর্থে কাজের ক্ষেত্র বিবেচনা করলে আমরা অনলাইন-অফলাইন দুটো মাধ্যমেই এখন এক হয়ে গিয়েছে। যেমন একজন গ্রাফিক্স ডিজাইনার অফলাইনে যেভাবে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করে, সে অনলাইনে সেইম ধরণের কাজ ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেও করতে পারে। এমনকি আগে একজন এসি রিপেয়ার মিস্ত্রি বা ট্রাক ভাড়া করার জন্য আমাদের অফলাইন মাধ্যমগুলোতে খোঁজ খবর নিতে হতো। এখন কিন্তু অনলাইনেই অ্যাপের মাধ্যমেই আমরা এই ধরণের সার্ভিস অর্ডার করতে পারছি। এর মানে হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ পারি সেই কাজের ক্ষেত্র অফলাইন, অনলাইন দুটো মাধ্যমেই রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক প্রচলিত কাজের ক্ষেত্রগুলো ছাড়া আর কি কি অনলাইন মাধ্যম থেকে ইনকাম করা সম্ভব।
১ ফ্রিল্যান্সিং থেকে উপার্জন:
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি দুইভাবে কাজ করতে পারেন। Upwork, Freelancer প্ল্যাটফর্মে আপনাকে ক্লায়েন্টের প্রজেক্ট দেখে বিড করে কাজ পেতে হবে, আর Fiverr ও People Per Hour মতো সাইটে আপনি প্রজেক্ট দেখে বিড করার পাশাপাশি আপনার সার্ভিস গুলো প্রাইস সেট করে তুলে রাখতে পারেন। কোন ক্লায়েন্টের আপনার সার্ভিস পছন্দ হলে আপনাকে ম্যাসেজ পাঠাবে বা সরাসরি অর্ডার করে বসবে। অর্ডার ভালোভাবে সময়ের মধ্যে ডেলিভারি করতে পারলে ক্লায়েন্ট আপনার সার্ভিসের রিভিউ দিয়ে কমপ্লিট হিসাবে অর্ডারটি ক্লোজ করবে। কাজ ক্লোজ করার ১৫ দিনের মধ্যেই আপনি আপনার কাজ কমপ্লিটের টাকাটি পেওনিওয় বা অন্য পেমেন্ট মেথডের মাধ্যমে বাংলাদেশের একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব ফ্রিল্যন্সিং:
- – যেকোন হার্ড বা সফট স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, এনিমেশন, ওয়েবসাইট ডেভলপমেন্ট, ভার্চুয়াল এসিস্টেন্সি, টিম ম্যানেজমেন্ট
- – মার্কেটপ্লেসগুলোতে প্রফেশনাল কমপ্লিট করা প্রোফাইল
- – মার্কেটপ্লেসগুলোর গাইডলাইন মেনে কাজে বিড করা, বা সার্ভিস এনলিস্ট করা
- – পেমেন্ট রিসিভ করার জন্য পেওনিয়ার বা অন্য একাউন্ট
২ ইউটিউব থেকে ইনকাম
ইউটিউবে বর্তমানে ২ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি মান্থলি একটিভ ইউজার আছে। এই ২০০ কোটি একটিভ ইউজার প্রতিদিন এভারেজে ১১ মিনিট ২৪ সেকেন্ড করে ইউটিউব ভিডিও দেখে। আর এই ভিডিওগুলো ইউজাররা দেখে ইউটিউবের রিকমান্ডেশন এলগোরিদম এর সাজেশন অনুযায়ী। অর্থাৎ আমি একটা ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে এরপর ঐ ভিডিওর নিচের সাজেস্টেড ভিডিও থেকে আমি অন্য ভিডিও দেখা শুরু করলাম। এর মানে হচ্ছে আপনি যদি ইউটিউবের জন্য যেকোন টপিক নিয়ে কোয়ালিটি ভিডিও বানাতে পারেন এবং তাহলে ইউটিউবের এলগরিদমই ঐ ভিডিওর টার্গেট অডিয়েন্স এর কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। কোয়ালিটি ভিডিও বানানো ছাড়া আপনার আর কোনো প্রকার এক্সট্রা হ্যাসালই নিতে হচ্ছে না।
আর ইউটিউব থেকে ইনকামটা আসবে গুগল এডসেন্সের মাধ্যমে। আপনার ইউটিউব একাউন্ট যখন গুগল এডসেন্স পার্টনার প্রোগ্রামের জন্য সিলেক্টেড হবে তখন থেকে গুগল আপনার ভিডিও নিদৃষ্ট কিছু জায়গায়, ভিডিওর পাশে, ভিডিওর নিচে ব্যানার হিসাবে বিজ্ঞাপন দেখানো শুরু করবে। অনেকটা টিভিতে এড দেখানোর মতো। এই এডগুলোর সাথে আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স যতবেশি ইন্টারেক্ট করবে ততো বেশী আপনার এডসেন্স থেকে আয় হবে।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব ইউটিউব ভিডিও থেকে উপার্জন:
- – টার্গেট অডিয়েন্স ধরে ইউনিক টপিক খুঁজে বের করা
- – ভিডিও রেকর্ড, ফুটেজ এডিট করে, বা মোশন গ্রাফিক্স দিয়ে বানানোর অভিজ্ঞতা
- – ইউটিউব কমিউনিটি গাইডলাইন বুঝে, মেনে ভিডিও কনটেন্ট পাবলিশ করা
- – গুগল এডসেন্স পার্টনারশীপ প্রোগ্রাম সম্পর্কে বেসিক আইডিয়া
- – এডসেন্স পার্টনারশীপ এপ্রুভাল (১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচটাইম হবার পর)
গুগলের একটা পার্টনার প্রোগ্রাম হচ্ছে এডসেন্স। এডসেন্স কাজ করে অনেকটা বিজ্ঞাপনী সংস্থার মতো, অর্থাৎ যারা নিজেদের ইউটিউব, ওয়েবসাইট, অ্যাপ বা গেইমে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে চান তাঁরা গুগল এডসেন্সে একাউন্ট খুলে তাঁদের গাইডলাইন মেনে নিজেদের কনটেন্টে এড দেখাতে পারেন। এড দেখানোর উপর আপনি টাকাটা পাবেন দুইটা বিষয়ের উপর, এক, কতজন মানুষ বিজ্ঞাপনটি দেখলো, দুই, কতজন মানুষ বিজ্ঞাপনটিতে ক্লিক করলো।
৩ ব্লগ সাইট থেকে অনলাইন ইনকাম
আপনি ভিডিও বানাতে পারছেন না তবে বেশ লেখালেখি করতে পারেন, তাহলে আপনি ব্লগ সাইট বানিয়েও সেখান থেকে উপার্জন করতে পারেন। তবে যেকোন টপিক নিয়ে লিখলেই যে ‘চ্যালচ্যালাইয়া’ টাকা আসতে থাকবে বিষয়টা তা নয়। আপনাকে আপনার টার্গেট অডিয়েন্স ধরে তাঁদের মনের মতো টপিক নিয়ে লেখা লেখি করতে হবে যেন বেশী সংখ্যক মানুষ আপনার ব্লগ/আর্টিকেল পড়ে। ধীরে ধীরে ইউজার যত বাড়তে থাকবে ততো বেশীই গুগল আপনাকে গুরুত্ব দিবে। আর গুগল আপনাকে গুরুত্ব দেওয়ার অর্থ হচ্ছে যখন কেউ গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনার লিখা টপিক রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে আপনার ব্লগ সাইটের লিংক গুগল সার্চ রেজাল্টের প্রথম পেইজে চলে আসবে।
আর ইনকাম জেনারেট করতে পারবেন তখন থেকে যখন আপনার ব্লগ সাইট গুগল এডসেন্স প্রগ্রামের জন্য এপ্রুভাল পাবে। একবার এপ্রুভাল পাওয়ার পর গুগল এডসেন্সের কোড ব্লগ সাইটে বসানোর প্লেসমেন্ট অনুযায়ী আপনার অডিয়েন্সরা আপনার ব্লগ পেইজে লেখার মাঝে মাঝে, বা সাইটের পাশের সাইডবার এ বিজ্ঞাপন দেখতে পারবে। আর ইউটিউবের মতোই ইমপ্রেশন ও ক্লিকের উপর নির্ভর করে আপনার এডসেন্সে $ জমতে শুরু করবে।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব ব্লগ সাইট:
- – ওয়ার্ডপ্রেসে দিয়ে বেসিক ওয়েবসাইট সাইট তৈরির অভিজ্ঞতা
- – কীওয়ার্ড রিসার্চ করে SEO ফ্রেন্ডলি কনটেন্ট লেখার অভিজ্ঞতা
- – ব্লগের সাথে রিলেটেড ইমেইজ ও ভিডিও পাবলিশ করার মতো বেসিক গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং অভিজ্ঞতা
- – পাবলিশ করার কনটেন্ট এর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টার্গট অডিয়েন্সের কাছে দ্রুত ছড়িয়ে দেওয়া
৪ ওয়েবসাইট সাবস্ক্রিপশন থেকে ইনকামের উপায়
ধরুন আপনি বেশ ভালো রাঁধুনি। আপনার রান্না নিয়ে একটা ইউটিউব চ্যানেলও আপনি মেনটেইন করছেন। এই ভিডিওগুলো থেকে ফেইসবুক, বা ইউটিউবে অলরেডি ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে। এখন তাহলে আপনি আপনার কিছু প্রিমিয়াম রান্নার রেসিপি কনটেন্ট থেকে উপার্জন শুরু করতে পারেন ‘মেম্বারশীপ সাবস্ক্রিপশন’ করে। অর্থাৎ আপনার সাইটের প্রিমিয়াম রান্নার রেসিপি কনটেন্ট দেখার জন্য আপনার অডিয়েন্সদের পেমেন্ট করতে হবে। যদি ৫০ টাকা দিয়ে কোন একটা রেসিপি ১০০০ মানুষও ১ মাসে দেখে তাহলে ৫০ হাজার টাকা আপনার উপার্জন মাত্র একটা প্রিমিয়াম রেসিপি কনটেন্ট থেকে!
এবার চিন্তা করে দেখুন আপনার রেসিপি সাইটে ১ বছরে ৫০টির বেশি প্রিমিয়াম রেসিপি কনটেন্ট পাবলিশ করলেন, তাহলে কত টাকা আয় হতে পারে মাসে?
এই সাবস্ক্রিপশন মাধ্যমে, আপনি নিদির্ষ্ট কোন ব্লগ বা ওয়েবসাইট পেইজ দেখানোর জন্য যেমন চার্জ করতে পারেন তেমনি মেম্বাররা চাইলে যেন ডেইলি, সাপ্তহিক, বা মাসিক মডেলে আপনার সাবস্ক্রিপশন নিতে পারে সেই ব্যবস্থাও করতে পারেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব মেম্বারশীপ সাবস্ক্রিপশন সাইট:
- – ওয়ার্ডপ্রেসে দিয়ে বেসিক ওয়েবসাইট সাইট তৈরির অভিজ্ঞতা
- – প্রিমিয়াম ও ইউনিক কনটেন্ট পাবলিশ করার অভিজ্ঞতা
- – সাবস্ক্রিপশন বেসিস মেম্বারশিপ প্ল্যাগইন ইন্সটল করার অভিজ্ঞতা
- – পেমেন্ট গেটওয়ে যেমন Stripe, PayPal বা দেশীও পেমেন্ট গেটওয়ে SSL Commerz সেটাপের অভিজ্ঞতা
৫ ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে অনলাইন ইনকাম
ধরুন আপনি ভালো ছবি তুলতে পারেন, আপনার পিসি ঘাটলে হাজার হাজার ভালো ছবি পাওয়া যাবে। আপনার এই ছবি তোলার শখই আপনি ইনকামের মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারেন। কিভাবে?
ইমেইজ বাজার, শাটারস্টক, এনভাটো গ্রাফিক রিভার, ফ্রীপিক, সহ বেশ ভালো ভালো কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কন্ট্রিবিউটার হয়ে এই ধরনের ছবি তুলে রেখে দিতে পারেন। আপনার ছবি যখনই এই প্ল্যাটফর্ম গুলো থেকে কেউ কিনে নিবে তখনই আপনি প্রতি সেলের জন্য কমিশন পাবেন। তবে এই ধরনের প্ল্যাটফর্মগুলো সব ধরণের ছবি এক্সেপ্ট করে না। আপনার ছবির কোয়ালিটি, রেজুলেশন ভালো হতে হবে। তবেই এপ্রুভাল এর সম্ভাবনা অনেক বেশী বেড়ে যাবে।
ছবি ছাড়া কি আর ডিজিটাল প্রোডাক্ট সেল করা সম্ভব না?
সম্ভব। ছবি ছাড়াও আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, যেমন ব্যানার ডিজাইন, ফেইসবুকের পোষ্ট ডিজাইন, মোশন গ্রাফিক্স এনিমেটেড ভিডিও, কিনবা থ্রিডি মডেলিং… আপনি এই ধরণের সব প্রোডাক্টই এই ধরণের মার্কেটপ্লেসগুলোতে সেল করতে পারবেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব ডিজিটাল প্রোডাক্ট:
- – ফ্রিল্যন্সিং এর মতো আপনাকে কোন একটা পার্টিকুলার হার্ড স্কিল গড়ে তুলতে হবে ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য
- – ইউনিক, প্রফেশনাল কাজ আপ করতে হবে
৬ এফিলিয়েট মার্কেটিং করে অনলাইন ইনকাম করুন
সোজা বাংলায় বোঝালে হচ্ছে সেলস এজেন্ট হিসাবে কাজ করে উপার্জন করাটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। শেয়ার মার্কেটে যেমন ব্রোকারেজ হাউজ গুলো এজেন্ট হিসাবে কাজ করে, তেমনি এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের পণ্য যদি আপনার মাধ্যমে কেউ অর্ডার করে তাহলে আপনি ঐ অর্ডারের ৪-৮% পর্যন্ত কমিশন পেতে পারেন। ধরুন আপনি এমাজন বা আলিবাবা এর এফিলেয়েট প্রোগ্রামের সাথে যুক্ত। এখন আপনি একটা ওয়েবসাইট ডেভলপ করলেন যেখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনা নিয়ে রিভিউ আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেশ ভালো ভিজিটর আছে যারা কিনা আপনার ওয়েবসাইটে খেলনার রিভিউ দেখে, লিংক ক্লিক করে এমাজন ও আলিবাবা থেকে অর্ডার করে। এমাজন আর আলিবাবা আপনার ওয়েবসাইট থেকে কনভার্ট হওয়া প্রতিটা সেলস এর জন্য আপনাকে কমিশন পাঠিয়ে দিবে আপনার ব্যাংক একাউন্টে। আপনি হয়তো ভাবতে পারেন, আপনার মাধ্যমে কেউ কিনলে সেটার ট্র্যাক কিভাবে থাকবে! বা কেউ যদি আপনার শেয়ার করা প্রোডাক্টের লিংক ধরে ভিজিট করলো ঠিকই কিন্তু কিনলো পরবর্তী সময়ে তাহলে ঐ অর্ডার ট্র্যাক কিভাবে করবে!
ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড মনে হলেও আসলে বড় বড় এফিলিয়েশন প্রোগ্রামের ট্র্যাকিং সিস্টেম অনেক বেশী অর্গানাইজড। যেমন পৃথীবির সবচাইতে বড় এমাজন এফিলিয়েট প্রোগ্রামে আপনার শেয়ার করা প্রোডাক্টের লিংক ধরে কেউ প্রোডাক্ট কেনার পাশাপাশি কেউ যদি এমাজন সাইট ভিজিট করে অন্য প্রোডাক্টও কিনে তাহলেও সেটার জন্য আপনি কমিশন পাবেন।
মজার বিষয় হচ্ছে শুধুমাত্র যে ফিজ্যিকাল প্রোডাক্টেরই এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম আছে, ব্যাপারটা তা নয়। পৃথিবীর আরেকটা বড় এফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে Envato Marketplace, যেখানে আপনি ডিজিটাল প্রোডাক্টের এফিলেয়েট মার্কেটিং থেকে আয় করতে পারেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব এফিলিয়েট মার্কেটিং:
- – ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার অভিজ্ঞতা,
- – কীওয়ার্ড রিসার্চ করে SEO ফ্রেন্ডলি কনটেন্ট লেখার অভিজ্ঞতা
- – ব্লগের সাথে রিলেটেড ইমেইজ ও ভিডিও পাবলিশ করার মতো বেসিক গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং অভিজ্ঞতা
- – পাবলিশ করার কনটেন্ট এর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টার্গট অডিয়েন্সের কাছে দ্রুত ছড়িয়ে দেওয়া
৭ মোবাইল অ্যাপ থেকে ইনকাম
আপনার যদি অ্যাপ ডেভলপ করার স্কিল থাকে তাহলে আপনি এন্ড্রয়েড বা আইফোনের জন্য অ্যাপ বানিয়েও ইনকাম করতে পারেন। প্রোডাক্টটিভিটি অ্যাপ থেকে শুরু করে ক্যালকুলেটর বা লাইফ স্টাইল অ্যাপ বানিয়েও বেশ ভালো ইনকাম জেনারেট করা সম্ভব।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব অ্যাপ ডেভলপমেন্ট:
- – এন্ড্রয়েড বা iOS অ্যাপ ডেভলপ করার অভিজ্ঞতা
- – গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোরের ডেভলপার একাউন্ট
- – পেমেন্ট সেটাপের জন্য গুগল AdMob বা iAd ফ্রেমওয়ার্ক নিয়ে অভিজ্ঞতা
৮ এন্ড্রয়েড গেইম থেকে উপার্জন
গেইম খেলতে যতটা মজা, বানাতে তার চাইতে বেশী এক্সাইটমেন্ট কাজ করে। আর এই গেইম বানানোর শখটাই যদি আপনার উপার্জনের মাধ্যম হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে! কিন্তু গেইম ডেভলপ করা কি কঠিন কাজ? হ্যাঁ কঠিন কাজ যদি আপনি বড় সড় গেইম যেমন Assasin Creed, বা GTA Vice City এর মতো গেইম ডেভলপ করার চিন্তা করেন, কিনবা মোবাইলের জন্য Clash of clans ও AAA গেইম ক্যাটাগরিতে পরে যা অনেক গেইম ডেভলপার একসাথে কাজ করে বানায়।
কিন্তু যদি আপনি মোবাইল এর জন্য ছোট ছোট One Tap গেইমের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি ৩ মাসের মধ্যে গেইম ডেভলপমেন্ট শিখে এই ধরণের গেইম বানানোর কাজ শুরু করে দিতে পারেন। আমরা অনেকেই হয়তো 29 Card গেইম এন্ড্রয়েডে খেলেছি। এই গেইমটি এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশী ডাউনলোড হয়েছে। জানলে অবাক হবেন যে এই গেইমটি আমার এক পরিচিত ভাই একা বানিয়েছিলেন বুয়েট পড়াকালীন সময়ে। উনার এই গেইম থেকে প্রতিদিন বেশ ভালো পরিমান ইনকাম আসে গুগল এডসেন্স এর মাধ্যমে।
তাই এই লকডাউন পিরিয়ডে গেইম বানানো শিখে ফেলুন বাসায় বসে!
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব গেইম ডেভলপমেন্ট:
- – ইউটিনি ইঞ্জিন বা আনরিয়েল ইঞ্জিনে গেইম বানানোর অভিজ্ঞতা
- – খুব ভালো আর ইউনিক কনসেপ্ট থাকতে হবে
- – বেসিক ডিজিটাল মার্কেটিং ও এনালিটিক্স জানা থাকলে ভালো ট্র্যাকশন সম্ভব
৯ ডিজিটাল কোর্স সাবস্ক্রিপশন
আপনি যদি কোন একটা পার্টিকুলার এড়িয়ায় দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি সেই দক্ষতা থেকে যেমন ফ্রিল্যান্সিং করতে পারেন, তেমনি অনলাইন কোর্স বানিয়েও তা সেল করে আয় করতে পারেন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে সেখানে নিজের কোর্সগুলো সেল করতে পারেন, বা কোন থার্ড পার্টি মাধ্যমে ইন্সট্রাকটর হিসাবে সাইন আপও করে কোর্স সেল করতে পারেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব কোর্স ডেভলপমেন্ট:
- – কোন একটা হার্ডস্কিলে এটলিস্ট ৩-৫ বছরের কাজের দক্ষতা
- – সুন্দরভাবে শর্ট ও প্রিসাইসলি কোর্স ক্যারিকুলাম এর উপর ভিডিও বানানোর অভিজ্ঞতা
- – কোর্স নিজের সাইট বা থার্ড পার্ট সাইটে পাবলিশ করার অভিজ্ঞতা
১০ অনলাইন ওয়ার্কশপ ও ওয়েবিনার
ডিজিটাল মাধ্যমে কোর্স সেল করার পাশাপাশি আপনি চাইলে অনলাইনে ওয়ার্কশপ বা ওয়েবিনার করেও উপার্জন শুরু করতে পারেন। যদি আপনার ওয়েবসাইটে আপলোড করতে সমস্যা মনে হয়, আপনি কিন্তু ফেইসবুক পেইজ ও গ্রুপ মেনটেইন করেও মেম্বারশিপ বেসিস ওয়ার্কশপের গ্রুপ এক্সেস সেল করতে পারেন।
যা কিছু নিয়ে শুরু করা সম্ভব ওয়ার্কশপ ও ওয়েবিনার ডেভলপমেন্ট:
- – কোন একটা হার্ডস্কিলে এটলিস্ট ৩-৫ বছরের কাজের দক্ষতা
- – ওয়ার্কশপ অনলাইনে লাইভ করার অভিজ্ঞতা
তো এই ছিল ১০টি উপায় যা থেকে আপনি অনলাইনে বাসায় বসেই ইনকাম শুরু করতে পারেন। আপনার যদি অলরেডি স্কিল থাকে তাহলে এখনই অবসর সময়গুলো কাজে লাগিয়ে ফেলুন। আর যদি স্কিল ডেভলপমেন্ট এর প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউটিউব, অনলাইন প্ল্যাটফর্ম বা অলরেডি কোন একটা সেক্টরে কাজ করছেন এরকম ইন্সট্রাকটর এর কাছে মেন্টরশীপ নিন।
সামনের দিনগুলোতে আমরা আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে দক্ষ ইন্সট্রাকটর দ্বারা অনলাইন কোর্স অফার করতে যাচ্ছি। আশা করি কোর্সগুলো থেকে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন।
How to make money online: 10 formulas that work in 2020 First of all, you should know that making money online is not easy or fast. It never has been, regardless of what you read or want to sell you. I have had to put in a lot of effort and sacrifice a lot of my free time. I have spent sleepless nights, I have invested hundreds of hours in learning and I have given up my holidays while trying to earn my first euros. But it was worth it. The big advantage is that you no longer need technical knowledge . Before you had to know how to program to create a website, but today there are systems so intuitive that even a child could do it. So the opportunity is now. In this article I am going to reveal the 10 best ways to earn money on the Internet for its economic potential, simplicity and ability to generate income in a stable way.
Before you start, you should know that there are two ways to earn money online: active and passive systems . The assets are those that require you to have to be doing something to generate income, as can be to sell crafts made by you, translate text or play poker. The liabilities are those that, once created, require virtually no further action on your part. Think of the advertising income generated by the readers of a website or the dividends you get with an investment. After the initial effort, then you don’t have to do practically anything else. The latter are the most desired. Thanks to passive systems you can continue to generate income while you sleep , are traveling or dedicate your time to anything else. They not only give you money: they also give you freedom . And it’s not that active systems are bad, but the Internet is like a showcase that never closes. It’s always up and running, and you can take advantage of it to get a steady stream of income.
This is the system with which I earned my first euros, and in my opinion it is one of the most affordable ways for any beginner who wants to generate passive income. It hardly requires knowledge, the investment is almost zero and its income potential is very high. In addition, once assembled you can practically forget about it: it will only require minimal maintenance. Affiliate marketing consists of creating a website where you will publish product analysis and recommendations . In these analyzes you will put links to other web pages where the product is sold. If you end up buying it, the seller will give you a commission for having referred a customer. Logically, you must first have reached an agreement with those web pages. Luckily, today there are affiliate platforms (the best known is Amazon Affiliates ) where you only have to register to be part of that agreement. Amazon affiliates Let’s say you are passionate about photography. You could create a web page where you would post reviews of different cameras or lenses with a link to the product page on Amazon for readers interested in buying. Your website would appear in search engines like Google when people searched for analysis or comparisons of those cameras. They would go into your item, click on the affiliate link, and if they ended up buying, Amazon would give you a percentage. Do you see where the grace is? You create a web page, you publish articles and, once they have visits, it becomes an automatic system that you should not be attending constantly. The income potential of this system depends on the market you have chosen (the more that category of products is sold online and the more expensive they are, the better), but also on the time you invest.
Another of the best ways to passively earn money online is by monetizing web pages with advertising. The concept is similar to that of affiliate marketing: you create a website on a topic, attract readers and once they are there you earn money when they perform a certain action. The great advantage of advertising is that you don’t need the reader to buy to earn a commission. The most common is that you earn money when the reader clicks on an ad (what is known as PPC -Pay Per Click-). In fact, this is the way the world’s largest ad network works: Google Adsense. Adsense is so popular thanks to its ease of use and number of advertisers. You simply sign up and, once your application has been approved, you can place ads on your website by inserting a small code. With Adsense you do not choose what type of ads appear: Google takes care of doing it automatically according to the theme of your website and the profile of the reader. This way you can display personalized ads for each reader, which has three benefits: Maximize the money you can earn from advertising . The more relevant and specific an ad is, the more likely the reader will click on it. It saves you from having to contact any advertiser directly . There are hundreds of thousands of companies advertising through Adsense. That the ads don’t seem forced . Being personalized for the reader and theme of the web, they are integrated quite naturally in the pages. Unlike affiliate marketing, the ideal here is to create a web page that provides general information on a certain topic rather than publishing comparisons and analyzes. For example, you could create a web page where you publish cooking recipes or information about dogs or even dinosaurs (like this website ). The potential of this system depends fundamentally on three things: the theme you have chosen, the number of visits the web has and the percentage of those visits that click on the ads . The first point, the theme, is essential, because according to that you will earn more or less money per click. For example, on a website about cats, Adsense may advertise cat food. However, on a website about university courses, advertisements for postgraduate and master’s degrees that cost a fortune will surely appear. Which one would you earn the most money on when a reader clicked? Indeed, in the second. Since the advertised product is more expensive, the advertiser is willing to pay more money. To find out what potential a theme has with Adsense, use the Keyword Planner . Enter the theme there and see if it is something that is searched a lot in Google, and how much advertisers are going to pay you per click (what is called a bid ). One part of the bid (68%) is yours and the other (32%) Google, so the higher the bid, the more money you can earn with a website on this topic. For example, if you created a website with information about recipes , each click from your readers would generate between 0.16 (68% of 0.24) and 0.19 euros (68% of 0.28). This is an average of 0.175 euros per click. The percentage of readers who click on an ad is usually around 1.5%. Therefore, if you had two thousand page views per day, the calculation of monthly income with Adsense would be the following: 60,000 page views / month x 1.5% clicks x 0.175 euros = 157.5 euros / month In this case, the click pays little, so to earn a good figure you would need to have a huge volume of visits.
If the previous two were two of the best ways to earn money online, this is the BEST way to earn money online. But like everything else, the more money something can generate, the more effort it takes. It is about creating a blog on a specific topic, positioning yourself as an expert in it, and selling your own paid online courses. Sounds difficult? It takes effort, but it’s not that complicated. The key is to choose a topic that you master, where people are interested, and build a reputation for publishing content. The advantage of paid online courses is that they can become totally passive systems, because once created it costs you the same to sell one as two hundred. You just have to publish it in video or PDF format and sell it through an automated system to your subscribers. This is what I do on my blogbilidadsocial.com. As I am passionate about social psychology, a few years ago I decided to start a blog offering scientific and practical information to shy people seeking to improve their social relationships. At first it had hardly any readers, but little by little it became popular. Today I monetize it with online courses where I teach how to overcome social fears and achieve a more charismatic personality. Every time someone subscribes to the blog, a sequence of emails is activated that send them valuable information. After a week, you receive an email presenting the premium video course in case you want to sign up. In this way, I invoice on automatic pilot an average of 1,000 euros per week with something that makes me feel proud. There are blogs and online courses on almost any subject you can think of. From courses to learn to read faster, management of family finances or Excel for students of letters. The only requirement is that you fix a problem that your audience would be willing to pay for . Generating money with this system is not fast, since you will have to work hard to earn the trust of readers, but you will be building a long-term, solid and differential online business. The biggest obstacle is not technical (nowadays it is tremendously easy to create a blog), but mental: many people believe that they have nothing to teach, fear exposing themselves to criticism or spend months wondering what topic to choose. You should know that the vast majority of bloggers have started with these doubts. But they took the step, and as they were creating content for their blog they were gaining more experience and knowledge. So if you think you have something to contribute, no matter how small (there will always be someone who knows less than you), and you are not afraid to expose yourself publicly, this is your best option.
If you do not have or do not want to create a blog or a website (although anyone without technical knowledge can do it today), another way to get a handful of euros online is to carry out small online services . The operation is very simple: You sign up for one of the online platforms that put you in contact with potential clients You publish your service and put a price on it You wait for them to hire you The jobs that are usually offered on these platforms are simple things, such as translating a text, editing a video, designing a logo, writing a resume or preparing a PowerPoint presentation. There are even those who volunteer to write irresistible Tinder profiles, your imagination is the limit!
If you find it interesting to earn money offering online services and you want to ensure greater regularity and a more stable income, you can consider working as a virtual assistant. The virtual assistant is one of the new professions that the internet technological revolution has brought with it, and whose demand is expected to continue growing in the coming years.It basically consists of providing remote support to bloggers, digital entrepreneurs or even companies in relatively simple or mechanical tasks, so it does not require too specialized skills. It is not a passive system, but in return it offers you the freedom to work from wherever you want, a very attractive salary and it also saves you from having to create a website. You could literally start working as a virtual assistant tomorrow. A virtual assistant usually takes care of the following tasks: Email management Dissemination of content on social networks Management and organization of the agenda Management of billing and reports of income and expenses Image and banner design Managing communities in Facebook groups Writing newsletters, pages and articles Video and / or podcast editing Support in online courses and webinars Analysis of surveys and feedback from readers Organization of face-to-face events The key here is in the trust that you can earn from your client, since then he will delegate tasks of greater responsibility to you. The fees of a virtual assistant are usually set according to a price per hour that usually ranges from 10 to 40 euros per hour worked , although some specialized or highly reputable assistants can charge considerably more. If you want to take the step as a virtual assistant, there are three ways to get your first clients: Contact directly with entrepreneurs, bloggers or small businesses and present your services. Try to provide a sample of your work so that they can check the quality of your services. Be attentive to requests for virtual assistants made to their subscribers by bloggers who are starting to stand out. Sign up for Freelancer , People Per Hour , Workana or Upwork , because many entrepreneurs look for virtual assistants there. If they are satisfied, then you can propose a long-term collaboration.
Generating content that attracts and loyal readers is a fundamental pillar of any digital strategy, and that is well known by both large companies and small entrepreneurs. That is why more than 3 million articles are published on blogs every day . There are posts on economics, animals, photography, food, health, marketing, videogames, philosophy, politics … Anything you can imagine. This need to create content has led to the appearance of another highly demanded professional profile in the online world: the editor . Low Post Writer Working as a copywriter is a very fast way to start making money online, as there is constant demand. You don’t need great skills to do it either: you just have to like to write and be good at it. How much money can a copywriter make? It depends on your experience, the quality of the texts and your specialty, but in general the rates usually move between 3 and 10 euros for every 100 words , so that a 2,000 word article can be perfectly paid for more than 100 euros. I have been working with editors for my affiliate projects for years and several of them, working full time, generate a monthly income of over 2,000 euros . But some can earn much more! Writers specialized in creating sales pages are usually the best paid, since they are in charge of creating those messages that should convince people to buy. Thousands of euros have been paid for a page of this type . If you are interested in starting to carve out a path (and an income) for yourself as a writer, I recommend that you sign up for platforms specialized in putting writers in contact with clients who need content, such as: iWriter : one of the most popular. It doesn’t pay very well, but it makes up for it with the number of customers who need content. LowPost – pays slightly better and has decent customer volume. Textbroker : allows you to negotiate the price directly with customers, but you will not find much demand.
With the purchase of YouTube by Google and the exponential growth in the consumption of content in video format, there were people who, overnight, began to earn a lot of money with their video channel. Yes, there are more and more competitors, but YouTube is the second Internet search engine, only behind Google, and it is expected that in a very short time it will become the first. That means its economic potential is booming. It is difficult that it can replace a full salary, but if you can provide knowledge or fun to users and you have grace in front of the camera, in the medium term it is possible to generate some extra money with a YouTube channel.How much money are we talking about? Surely you have heard that some Youtubers bill millions of euros a year. But you can count them on the fingers of your hands. For you to do your calculations, you should know that, on average, YouTube advertising pays between 0.20 and 3 euros for every 1,000 views of a video. This figure depends on the theme of the channel, since content on Forex or health is usually paid better than channels on video games or curiosities. Let’s suppose that after 18 months you manage to build a channel with 100,000 subscribers, which is not bad at all. If you upload a video a week that gets 75,000 views and YouTube pays you 1 euro for every 1,000 views, your income would be approximately 300 euros per month . As you can see, you must publish videos consistently if you want to make money with YouTube, so it is not really a very passive system unless they go viral or have thousands of searches a day. Fortunately, there are also alternative ways to increase income: Contact companies and offer to put their advertising on your videos Sell custom merchandise , such as t-shirts and hats with your channel logo (when popular) Accept donations with Patreon If you already have stable income in some other way, betting on a YouTube channel is not going to mean too much investment and over time it can give you more than one pleasant surprise.
Another good way to make money online is by selling products online. I know people who are achieving more than 4,000 euros a month in profit with very simple but specialized products, so if you do it well it is possible to generate a good income. You should know that, mainly, there are two ways to sell online: Create your own website (again, it’s easier than it sounds) and sell your products there Sell your products on third-party platforms (like Amazon) If you don’t make products, don’t worry. It is as simple as finding a manufacturer with little popularity, buying the product and selling it to the final public through your website or the platform, adding your margin to the price. For this reason, most tend to look for Chinese suppliers. Although you will have to carry out the import procedures, you will have a greater margin. The main drawback is that you will have to carry out billing and product shipping tasks, which can be a lot of work. To avoid that hassle, it is better that you look for suppliers that work through dropshipping . The dropshipping system will allow you to turn your online store into a passive business. With it, you do not keep stock or take care of shipments, you only take care of sending the order data to the manufacturer (there are very simple automated systems) and he takes care of getting the product to the customer. Note: there are already websites like Oberlo that put you in direct contact with manufacturers that work with dropshipping. The profit margin is usually between 20 and 50%. The inconvenient? If the shipment does not arrive or a return has to be attended, customers will complain to you and you will have to resolve the issue with the manufacturer. The keys to the success of this system are: Find a product with more demand than supply Achieve a serious and reliable supplier Have a good profit margin Drive traffic to the web with organic positioning , Google Ads or Facebook Ads
If the idea of selling products online, having to find distributors and creating a website does not appeal to you, an excellent alternative is to sell your knowledge on online platforms . The concept is simple: you create a video or text course on a specific topic, upload it to platforms like Udemy , and set a price for it. To create the course you can record yourself on video, record a presentation on your screen, or do it in text format (in pdf files), as you would for your blog. This type of platform receives thousands of daily visits from users looking for courses on a topic, so if yours meets any demand and meets the expectations of users, you can earn a lot of money. Ok, but how much money can you make? In general, these types of courses are not usually very expensive (according to Udemy, 90% of the courses that are sold are priced less than 50 euros). Udemy also has a calculator, the Udemy Marketplace Insights , which allows you to calculate the potential of your online course based on your topic.
নিজেকে দক্ষ করতে চাচ্ছেন?
আমাদের অনলাইন কোর্স থেকে স্কিল গড়ুন
ক্যারিয়ার বিষয়ক ফ্রী লাইভ ওয়ার্কশপ
প্রতি শনিবার আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং ফেইসবুক গ্রুপ এর মেম্বারদের নিয়ে ফ্রী লাইভ ওয়ার্কশপ করে থাকি। আপনিও সরাসরি অংশ নিয়ে ডিজিটাল মার্কেটিং টিপস ও ট্রিক্স বা যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
লাইভ ক্লাসে অংশ নিতে আপনার বিস্তারিত তথ্য শেয়ার করুন।
[contact-form-7 404 "Not Found"]