ডিজিটাল মার্কেটিং এর পিছনের গল্প

হবার কথা ছিল  বিজ্ঞানী, হয়েছেন ডিজিটাল মার্কেটার। মোঃ নাজমুল হোসেন একজন উদ্যোক্তা, লেখক ও পাবলিক স্পিকার। দীর্ঘ ১৩ বছরের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে তিনি পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি । কাজ করার সুযোগ পেয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে জাতীয় ক্যাটেগরিতে অর্জন করেন বেসিস আউটসোর্সিং এ্যাওয়ার্ড। আমেরিকা থেকে প্রকাশিত ইল্যান্স-ওডেস্ক (বর্তমান আপওয়ার্ক) এ্যানুয়াল ইম্প্যাক্ট রিপোর্টে উঠে এসেছে তার সফলতার গল্প এবং ফিচারড হয়েছেন আপওয়ার্কের ফেইসবুক পেইজে।

বর্তমানে কাজ করছেন দেশের প্রথম সারির ডেটাভিত্তিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি টি৩ কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং একই সাথে প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি ভিত্তিক ইন্টার‍্যাকটিভ লার্নিং প্লাটফর্ম রেড বাফেলোজ। পড়াশোনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে এবং পরবর্তীতে মাস্টার্স করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিনে। ডিজিটাল মার্কেটিং নিয়ে নিয়মিত পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তিনি ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে পিএচডি করার প্রস্তুতি গ্রহণ করছেন।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

– ডিজিটাল মার্কেটার হিসেবে এই অবস্থানে আসার পেছনের গল্পটা শুনতে চাচ্ছিলাম 

-১৩ বছর কাজ করলেন বিভিন্ন প্লাটফর্মে, কোন সেক্টর নিউবি দের জন্য সবচে আশাদায়ক?

– বেসিসের এই “বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার” উক্তিটা অর্জনের জন্য কতটা শ্রম দিতে হয়েছিল?

-আপওয়ার্কের ব্র্যান্ড এম্বাসেডর হবার পেছনের গল্পটা কি ? অভিজ্ঞতাটা কেমন ছিলো ?

– ট্রেইনিং সেক্টরে সফলতার মূল কারন কি ?

-একজন শূন্য থেকে শুরু করা মানুষ ডিজিটাল মার্কেটিং এর জন্য কিভাবে এগোতে পারে ?

রেজিস্ট্রেশন করুন

Error: Contact form not found.

৩ মে, রবিবার রাত ৯টায় আমাদের ফেইসবুক পেইজ থেকে নাজমুল ভাইয়ের সাথে আলাপ হবে তাঁর পুরো জার্নি নিয়ে, আর সাথে ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার গড়ার টিপস তো থাকবেই!

Related Articles

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

নিজেই যেভাবে বানাবেন মাল্টিভেন্ডর মার্কেটপ্লেস ওয়ার্ডপ্রেস ইকমার্স সাইট

বাংলাদেশে এই মূহুর্তে ৪ কোটির বেশী ফেইসবুকে ইউজার একাউন্ট আছে, যাদের মধ্যে ৪৪ লাখ বিজনেস পেইজ একাউন্ট ইউজার। কারণ ডিজিটাল মার্কেটিং এর এই যুগে অনলাইন…