লাইভ ওয়ার্কশপে কিভাবে জয়েন করবো?

লার্নিং বাংলাদেশর লাইভ ওয়ার্কশপ সাবস্ক্রিপশন করে থাকলে খুব সহজে আপনি প্ল্যাটফর্মে লগইন করে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। লাইভ ওয়ার্কশপে আপনি অডিও, ভিডিও, বা চ্যাট যেকোন মাধ্যমে আমাদের সাথে ইন্টারএকটিভ আলোচনা করতে পারবেন। এই পোষ্ট থেকে চলুন জেনে নেই কিভাবে আমরা লাইভে ক্লাসে অংশগ্রহণ করতে পারবো।

স্টেপ ১. প্ল্যাটফর্মে লগইন করুন

 

আপনাকে কোর্স স্ট্যাটাস পেইজ পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই প্ল্যাটফর্মে লগইন অবস্থায় থাকতে হবে। আপনি যদি অলরেডি প্ল্যাটফর্মে লগইন অবস্থায় থেকে থাকেন তাহলে এই স্টেপটি স্কিপ করে ২য় স্টেপ থেকে শুরু করতে পারেন।

 

  • – যদি লগইন অবস্থায় না থাকেন তাহলে প্ল্যাটফর্মের ডান পাশের কর্ণার থেকে ‘Login’ বাটনে ক্লিক করুন। 
  • – ‘Login’ বাটনে ক্লিক করলে একটা পপআপ উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার ‘Username’ ও ‘Password’ দিতে হবে। 
  • – যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ‘Forget Password’ বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন।
  • – ব্যাস, এবার লগইন করুন আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড ইনপুট দিয়ে।

স্টেপ ২: কোর্স স্ট্যাটাস পেইজে চলে যান

‘Course Status’ পেইজ হচ্ছে সেই পেইজটি যেখানে আপনি একটা কোর্সের মডিউলগুলো দেখতে পারেন। আপনার অনগোইং কোর্সগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ‘Course Status’ পেইজ রয়েছে, যেখান থেকে আপনি কোর্সটির ভিডিওগুলো দেখতে পারেন।

 

  • – কোর্স স্ট্যাটাস পেইজে আপনি দুই ভাবে যেতে পারবেন। 
  • – প্রথমত, আপনার ড্যাশবোর্ডের প্যানেল ম্যানু থেকে ‘Courses’ ম্যানুতে ক্লিক করতে হবে। যেখানে আপনার সাবস্ক্রাইব করা সকল কোর্স দেখতে পারবেন।
  • – দ্বিতীয়ত, আপনার সাবস্ক্রাইবকৃত কোর্সের মূল পেইজ থেকেও যেতে পারবেন।
  • – সাবস্ক্রাইব কৃত কোর্স পেইজের পাশে ‘Start Course/ Continue Course’ বাটনে আপনাকে ক্লিক করতে হবে।
  • – ব্যাস, আপনি চলে আসলে ‘Course Status’ পেইজে।

স্টেপ ৩: লাইভ ক্লাসে অংশগ্রহণ

আপনি সফলভাবে কোর্স স্ট্যাটাস পেইজ থেকে ‘লাইভ ইউনিট’ এ অংশ নিতে পারবেন।

  • – লাইভ ক্লাস শুরু হবার আগে আপনি একটি কাউন্ট ডাউন দেখতে পারবেন।
  • – কাউন্টডাউন্ট শেষ হবার পর আপনি পেইজটি রিফ্রেশ দিলে ওখানে ‘Open Meeting’ বাটন দেখতে পারবেন

ব্যাস ‘Open Meeting’ বাটনে ক্লিক করে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন।

মনে রাখবেন, বেটার লাইভ ক্লাসের এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য আপনি জুম অ্যাপটি ইন্সটল করে রাখতে পারেন আপনার পিসি অথবা মোবাইলে।

 

Related Articles

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

ক্লায়েন্ট এপ্রোচ থেকে ডিল ক্লোজিং: স্টেপ বাই স্টেপ গাইড

ক্লায়েন্ট এপ্রোচ করার সঠিক পদ্ধতি যেকোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। একজন ক্লায়েন্টকে দক্ষভাবে এপ্রোচ করতে পারা মানে শুধুমাত্র একটি প্রজেক্ট জেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী…

এফিলিয়েট প্রোগ্রাম

Earn money online লার্নিং বাংলাদেশ এর এফিলিয়েট পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনি বাসায় বসেই ইনকাম এবং প্রতি সপ্তাহে আপনার উপার্জিত টাকা ক্যাশ আউট করতে পারবেন। https://youtu.be/7684IrO5XPshttps://youtu.be/YWltec9Kr1Y…

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…