• LOGIN
  • No products in the cart.

Live Interview | A M Ishtiaque Sarwar

এ এম ইশতিয়াক সারোয়ার ভাই। শুরুটা সফট টেক ইনোভেশন লি নামে একটা টেকনোলজি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে । কাজ করছিলেন রেগুলার টেক সলিউশান নিয়ে । এই সেবার পুরোটাই ছিলো ওয়েব এপ্লিকেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস। টেক সলিউশান এর মার্কেট যখন একটু shrink হয়ে এলো একদিন কাজ শুরু করলেন এপ্লিকেশন টু পার্সন (A2P Messaging) এ এবং সেখানে সাফল্যের মুখ দেখতে পেলেন। । ২০০৮ সালে শুরু করেন মুঠোফান – এই এস.এম.এস গেটওয়ে এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও আছেন দীর্ঘদিন ধরে। কাজ করলেন এস.এম.এস ভিত্তিক নানান প্রজেক্টে । নানান বিশ্ববিদ্যালয় এর এডমিশানের এস.এম.এস এর কাজও করেছেন বেশ সফল ভাবে।

এর সাথেই শুরু করলেন ই-কমার্সে কাজ। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত ই-কমার্সে কাজ করে বুঝলেন যে তাকে যেতে হবে তার পছন্দের সেক্টরে, পেমেন্ট গেটওয়েতে। শুরু করলেন পেমেন্ট গেটওয়ে এর কাজ। তার স্ট্রং বিজনেস ইউনিট “আমার পে (aamarPay) ২০১২ তে উদ্যোগ নিলেও সফলভাবে চালু হয় ২০১৫ তে। ২০১৭ তে নামেন আমারপে’ এর ভার্সন ২ নিয়ে। ব্যাস আর পিছে ফিরে তাকাতে হয়নি। ম্যাসেজিং এ ১২ বছর এবং পেমেন্ট এ প্রায় ৬ বছর কাজ করা এই মানুষটা এসব কিছুই এখন সামলান বেশ দক্ষ হাতে। ২০০৫ থেকে ২০২০, টেক ইন্ডাস্ট্রিতে এই ১৫ বছরে পার করেছেন বহু চড়ুই উতড়াই। সেসব নিয়েই বিস্তর আলোচনা হবে এই ২৮ এ এপ্রিল রোজ বুধবার, রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

  • – কীভাবে কাটছে কোভিড-১৯ এর দিনগুলো?
  • এতদিনের দীর্ঘ অভিজ্ঞতার পেছনের গল্পটা যদি বলতেন, কিভাবে শুরু করেছিলেন সব ? কেনই বা টেক ইন্ডাস্ট্রি বেছে নেয়া ?
  • – মুঠোফান মূলত কাদের জন্য ?
  • – আমার পে (AmarPay) মূলত কিসব কাজ সামাল দেয় ?
  • – আমার পে পেমেন্ট গেটওয়ে বা B2B  সেক্টরের শুরুর সময় টা কেমন ছিলো? বাস্তবিক সমস্যার মূখোমুখি হয়েই কি এই প্রজেক্টে হাত দেয়া ?
  • – আমার এপ (aamarApp.xyz) বা B2C সাধারণত কোন সব সমস্যা মোকাবিলা করে ?
  • – সমস্ত কিছু গুছিয়ে নিতে কিংবা সমস্ত সমস্যা সমাধানে কোন জিনিসটা আপনাকে সবচেইয়ে বেশী সাহায্য করেছে ?
  • – একজন শূন্য থেকে শুরু করতে চাওয়া তরুনের জন্য এই টেক ইন্ডাস্ট্রি আসলে কতটা সম্ভাবনাময় ?

রেজিস্ট্রেশন করুন

২০০৫ থেকে ২০২০, টেক ইন্ডাস্ট্রিতে এই ১৫ বছরে পার করেছেন বহু চড়ুই উতড়াই। সেসব নিয়েই আমাদের ফেইসবুক পেইজের লাইভে বিস্তর আলোচনা হবে এই ২৮ এ এপ্রিল রোজ বুধবার, রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত।

April 28, 2020
top
X