কোথায় রেফারেল লিংক শেয়ার করবো?
আপনি আপনার রেফারেল লিংক ব্যবহার করে ফেইসবুক, ইউটিউব, লিংকডইন, ব্লগপোস্ট সহ যেকোন জায়গায় শেয়ার করতে পারেন।
উদাহরন স্বরূপ আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মের একজন লার্নার ‘শাহেদ সুলতান ভাই‘ ‘মাইক্রোসফট এক্সেল – বেসিক টু এডভান্স’ কোর্সটির রেফারেল লিংক শেয়ার করেছেন উনার ফেইসবুক প্রোফাইল থেকে।
আর কোথায় শেয়ার করা সম্ভব?
- – ভিডিও বানিয়ে ইউটিউবে পোষ্ট করতে পারেন
- – ব্লগপোস্ট লিখতে পারেন লার্নিং বাংলাদেশ বা যেকোন কোর্স নিয়ে
- – ইউটিউবের ভিডিও কমেন্টে লিংক শেয়ার করে সাজেস্ট করতে পারেন
- – ফেইসবুক গ্রুপে সুন্দর করে লিখে সাজেস্ট করতে পারেন
- – বিভিন্ন অনলাইন নিউজসাইট ও ব্লগ সাইটের কমেন্ট সেকশনে রেফারেল লিংক শেয়ার করতে পারেন
- – ফেইসবুক, লিংকডইনে ম্যাসেজ পাঠাতে পারেন
এভাবে আপনি চাইলে অনলাইনে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন আপনার রেফারেল লিংক। মনে রাখবেন, কখনো স্প্যামিং করবেন না।