ওয়ার্কশপের কনসেপ্টগুলো অনেক ভাল। ওয়ার্ক সপ হতে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ডোমেইন, হোস্টিং, ইকমার্স সহ সবকিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যাহা সকলে সহজেই বুজতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা আন্তরিকতার সহিত পুরো ওয়ার্কশপটি পরিচালনা করেছেন। লারনিং বাংলাদেশের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
এ,কে, এম, শাহ্ কামাল
৫ম মেগা ওয়ার্কসপ লার্নার।
What to say, as the title says its a Mega Workshop. So, those who are thinking its a typical 2-3 hours workshop, I am afraid you are into the wrong string then. To participate in this type of workshop you need to set the right mindset first. Then you will be able to understand and enjoy the content and won't get bored. It's true and simply the best Workshop I had come across to date. The presenter was outstanding. And the better part of him is from start to end you won't feel boring. Every moment you get a chance to learn something new. Like a suspense thriller movie. I would highly recommend this Mega Workshop. Best wishes.
ওয়ার্কশপের কনসেপ্ট বেশ ভাল। আমি অনেক কিছু শিখতে পেরেছি। হোস্টিং, ডোমেন, এগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা খুব আন্তরিকতা নিয়ে ওয়ার্কশপটি করিয়েছেন। ধন্যবাদ
মেগা ওয়ার্কশপে জয়েন হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনি প্রতিটি বিষয় খুব চমৎকার করে দেখিয়ে দিচ্ছেন। ভাল লাগছে, শিখতে এসেছি, শিখতে পারছি, আরো আরো শিখতে চাই। আপনার বেস্ট ডেলিভারী প্রত্যাশা করছি।
আসলে অনলাইন প্ল্যাটফর্মের অনেক কিছু জানতাম না বুঝতাম না ওরকম ভাবে কখনও ঘাটাঘাটি করা হয়নি। লার্নিং বাংলাদেশের দ্বিতীয় মেগা ওয়াকসপ টা করার ফলে অনলাইনের অনেক কিছু জানতে পেরেছি। যেটা হয়তো বা পরবর্তীতে অনলাইনে যে কোন বিজনেস করতে আমাকে অনেক সহযোগিতা করবে।ধন্যবাদ সাব্বির ভাইকে খুব সুন্দর ভাবে তিনি আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন।
It was amazing experience to learn so many things in just a 1st mega workshop class!!
Let's hope for the best to come in next two classes as well !!
Just share a idea! if you can take a course fee included the paid features e.g to buy domain, hosting & theme so that interested people can even create a web site included SSL wireless gateway here !!!
Best online learning center in Bangladesh with expert coach and also reasonable course fee. Everyone can learn easy way.
Masum-Ur Rahman
Owner & CEO
ZCLB Leather Impex
Zaker Croplife Bangladesh
Cell: +8801717434423
I was got knowledge whole E-Commerce setup in one workshop which generally need minimum 1 month course two day per week. I appreciated course modulator for fantastic responsive presentation.