দ্য স্ক্রিপ্ট, দ্য রাইটার এ্যান্ড আগলি থিং
এ সময়ের টিভি নাটক আর সিনেমা, দু’মাধ্যমেই আলো ছড়াচ্ছেন শাহজাহান সৌরভ, আমাদের সৌরভ ভাই। আলোচিত এবং ব্যবসাসফল ‘ঢাকা অ্যাটাক‘ সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসেবে যাত্রা শুরু করার পর, দিনে, দিনে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রতিনিয়ত, উপহার দিচ্ছেন নতুন ধারণার নতুন, নতুন সব সিনেমা। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু‘ এবং রায়হান রাফী পরিচালিত পরাণ, ইত্তেফাক ও ‘স্বপ্নবাজি‘ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন এই গুণী মানুষটি। সামনে আসছে গিরগিটি, অংশ, কয়লা সহ আরও কিছু সিনেমা।
২০০২ সালে থিয়েটারের মধ্য দিয়ে উঠে আসা এই মানুষটি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রাজত্ব করতে। ২০০৬ সালে “আদরের ছোটোভাই” শীর্ষক সিনেমার সহকারী পরিচালনা দিয়ে শুরু, তারপর নিজেকে পোক্ত ভাবে সিনেমার জন্য তৈরি করতে থাকেন সময় নিয়ে । চলচ্চিত্রে গল্প লেখার সুযোগ টা পেয়েছিলেন দীপংকর দীপনের মাধ্যমে। এর আগে একক নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক লিখেছেন নিয়মিত, এখনও লিখছেন।
স্বপ্ন দেখেন সিনেমা পরিচালনার। তার জন্য নিজেকে প্রস্তুত করতে অভিনয় করেছেন, লিখেছেন, বহু বছর। অনেক গুলো বছরের সাধনা, অভিজ্ঞতা, ত্যাগ, কষ্ট, কখনো সাফল্য, কখনও পিছিয়ে পড়ে আবার উঠে দাঁড়ানো; এই সব মিলিয়েই একজন শাহ্জাহান সৌরভ।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – কীভাবে কাটছে কোভিড-১৯ এর দিনগুলো?
- – এই ইন্ডাস্ট্রিতে আসার পিছনের গল্প
- – কাদের কাজ আপনাকে অনুপ্রাণিত করেছে বা করে?
– একজন স্ক্রিপ্ট রাইটার এবং একজন স্ক্রিন রাইটার হিসেবে আপনার দেখার পার্সপেক্টীভ টা কেমন ?
– একটা লেখা নিজের মতন করে গড়ে তোলার পেছনের গল্পটা শুনতে চাই
– এমন প্রচলিত নিয়মের বাইরের প্রোফেশান এ এসে কখনো ঝামেলায় পড়তে হয়নি ?
– ঠিক কতোটা সাপোর্ট পেয়েছিলেন পরিবার ও আশপাশের মানুষ থেকে ? - – কী ধরণের অপরচুনিটি ও চ্যালেঞ্জ এর মোকাবিলা করতে হয় এই সেক্টরে?
– একজন মানুষ শুন্য থেকে এই সেক্টরে আসতে চাইলে কি করতে পারে ?
– বাংলাদেশের নাটক বা সিনেমার বাজারে টিকে থাকতে হলে গল্প বা কাহিনী লেখার ধরন কেমন হওয়া জরুরী ?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
২৭ এপ্রিল রোজ সোমবার রাত ৯টায় সৌরভ ভাইয়ের সাথে আমাদের এই লাইভ ইন্টারভিউটি প্রচার হবে লার্নিং বাংলাদেশ এর ফেইসবুক ও ইউটিউব চ্যানেল থেকে।