এই কোর্সটা আমার বুট ক্যাম্পে করা সবচেয়ে ইন্টারেস্টিং কোর্স ছিল
এই কোর্সটা আমার বুট ক্যাম্পে করা সবচেয়ে ইন্টারেস্টিং কোর্স ছিল। আলহামদুলিল্লাহ কোর্সটি করার মাধ্যমে ফেসবুকে কিভাবে মার্কেটাররা অ্যাড দেয় এবং টার্গেটের মার্কেটের কাছে তারা একটা পৌঁছায় তার খুঁটিনাটি এ টু জেড শিখেছি। এবং তা রিয়েল লাইফে ইতিমধ্যে কাজেও লাগিয়েছি।
Responses