কোর্সটা অনেক আন্তরিকতা, মজা,প্রাগমেটিভ, ইনটারটেইনিং ও ইনফরমেটিভ ছিল
কোর্সটা দারুন লেগেছে। সাব্বির ভাই মত আমি একজন Video Creator এবং একজন উদ্দ্যোক্তা। আমার একটা VFX Agency আছে। আমি যখনই সময় পাই তখন কোন না কোন কোর্স দেখি। E learning Bangladesh প্লাটফর্মে এটা প্রথম কোর্স এবং আমি সত্যি মুগ্ধ। কোর্সটা অনেক আন্তরিকতা, মজা,প্রাগমেটিভ, ইনটারটেইনিং ও ইনফরমেটিভ ছিল। খুব গোছানো একটি কোর্স। অল্প কথায় অনেক ইনফরমেশন শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ
Responses