সময়োপযোগী দারুন কোর্স
অনেক আগেই লার্নিং বাংলাদেশের এই কোর্সটাতে এনরোল করে রেখেছিলাম। পুরো লেসন শেষ করলাম। বেশ ভালো করেছে কিছু চ্যাপ্টার। জানার তো শেষ নেই। শিখছি, শিখাচ্ছি, নিজের স্কিল ডেভেলপমেন্ট এ সময় দিচ্ছি। আশা করছি এই কোর্সটি যারা সঠিকভাবে ইউটিলাইজ করবে, তারা বেশ ভালো করবে সামনে। সাব্বির ভাই এর জন্য অনেক অনেক শুভকামনা। আরো দারুন দারুন কোর্স আসুক সামনে। ভালোবাসা নিয়েন ভাই।
Responses