Chatgpt and Midjoureny
কোর্সটি আমার কাছে যথেষ্ট পরিমান ইনফরমেটিভ এবং কিভাবে এ.আই ভালোভাবে ব্যবহার করা যায় সেটার জন্যে একটা যথেষ্ট ভালো কোর্স বাংলাদেশের জন্যে। আমি অনেক কিছু শিখেছি এবং আমি আসলেই কিভাবে এ.আই এর ব্যবহার করে এত সুন্দর কাজ করা যায় আগে যানতাম না। এই কোর্সটি আমাকে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে গেলো আমার ক্যারিয়ার জীবনের বেশ ভাল কিছু করার জন্যে। ধন্যবাদ সাব্বির ভাই জিনি এই কোর্সটি ডিজাইন করেছেন এবং যথেষ্ট কষ্ট করেছেন
Responses