চলে এল, চ্যাটজিপিটি এর প্যারেন্ট প্রতিষ্ঠান OpenAI এর নতুন ভিডিও AI টুল – Sora!
এই টুল দিয়ে আপনি সহজেই টেক্সট ইনপুট দিয়ে দারুণ সব ভিডিও বানাতে পারবেন। এই ভিডিওগুলো আপনি নিজের বা ক্লায়েন্টের প্রোজেক্টে ব্যাবহার করার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হয়েও দারুণ সব YouTube কনটেন্ট বানিয়ে প্যাসিভ ইনকাম করতে পারবেন। নিচের কনটেন্ট সবগুলো Sora AI দিয়ে বানানো হয়েছে।