Description
হিউম্যান রিসোর্স এর ক্যাপাসিটির উপর নির্ভর করে যে বিজনেসের সেলস বেঁধে রাখা যায় না, সেটাই স্কেলেবল বিজনেস।
অর্থাৎ আপনি সহ আপনার কোর টিম ঘুমিয়ে থাকার সময়ও আপনার আপনার প্রতিষ্ঠানের সার্ভিস ও সলিউশন কিনে কাস্টমার কনজিউমও করে ফেলবে। আপনি হয়তো মূহুর্তে মধ্যে জানতেও পারবেন না কে আদো নিল আপনার প্রোডাক্ট বা সার্ভিস! যেমন রাইড শেয়ারিং বিজনেস।
এই ধরণের স্কেলেবল বিজনেস আপনি নিজে একা রিসোর্স নিয়ে সহজে এনসিউর করতে পারবেন না। আপনার প্রয়োজন পরবে
- – সাপ্লাই সাইড ভেন্ডর আর
- – ডিমান্ড সাইড কাস্টমার
আর এই দুই পক্ষকে একজায়গায় করার জন্য একটি টেকনোলজি নির্ভর ‘মার্কেটপ্লেস’। আর এই ‘মার্কেটপ্লেস’ বানানোটাই হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং। কারণ যারা টেক বানাতে পারে তাঁরা মার্কেটিং ও বিজনেস কিছুটা হলেও কম বুঝে আর যারা মার্কেটিং ও সেলস বুঝে তাঁরা এই ধরণের টেক প্রোডাক্ট এর বিষয়াদি কম বুঝে।
১৫ ভিডিও লেসেনের এই কোর্সে আমরা একটি ডিজিটাল প্রোডাক্টের মার্কেটপ্লেস বিল্ডাপআপ করে দেখাবো। যেখানে যেকেউ সহজে রেজিস্ট্রেশন করে তাঁর ডিজিটাল প্রোডাক্ট যেমন ‘ছবি’, ‘ভিডিও’, ‘ইলাস্ট্রেশন’, বা ‘মিউজিক’ টাইপের টেমপ্লেট আপলোড দিয়ে প্রাইস সেট করে দিতে পারবে। আর সেই প্রোডাক্ট আপনার বিল্ডাপ করা মার্কেটপ্লেস থেকে কেউ কিনে নিলে একটি কমিশন আপনিও পেয়ে যাবেন।
কোনো প্রোকার কোডিং নলেজ ছাড়াই এই কোর্সে সহজে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে।