Description
একদম বানিয়ে বলছি না কিন্তু!
আপনি এই মূহুর্তে হাতের কাছে থাকা কাগজের টুকরোতে এবড়ো থেবরো ভাবে যে মানুষটাই আঁকার চেষ্টা করেন না কেন, তা চাইলেই কিন্তু ১ ঘন্টার মধ্যে টিভির পর্দায় দৌড়াদোড়ি করাতে পারবেন। জ্বী, আমি ক্যারেক্টার অ্যানিমেশনের কথাই বলছি। আর এই মজার ক্রিয়েটিভ কাজটা করতে কিন্তু আপনাকে চারুকলা থেকে ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। আপনার ক্যারেক্টার এর চেহেরা, বডি সেইপ যেরকমই হোক না কেন তা শুধু যে টিভির পর্দায় দৌড়াবে ব্যাপারটা শুধুমাত্র তা না, বরং এই এবড়ো-থেবড়ো ক্যারেক্টারটাই আপনাকে মাসে ২০-৩০ হাজার বা লাখ টাকাও এনে দিতে পারে!
আপনার একদমই বিশ্বাস হচ্ছে না, তাই না?
তো চলুন আমরা নিচের ইউটিউবের একটা ভিডিও দেখি। এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ মিলিয়ের বেশী আছে! ৫ মিলিয়ন = ৫০ লক্ষ সাবস্ক্রাইবার!! আর এই চ্যানেলের ক্যারেক্টার অ্যানিমেশন দেখলেই বুঝতে পারবেন কেন আমরা বলছি আপনার “এবড়ো-থেবড়ো” ক্যারেক্টারও আপনার বন্ধু হয়ে মাসে লাখ টাকাও এনে দিতে পারবে!
https://www.youtube.com/c/AngryPrashReal
লার্নিং বাংলাদেশে এই ইন্টেসিভ কোর্সটি শেষ করার পর আপনি নিজেই ক্যারেক্টার বিল্ডাআপ করে তা দিয়ে অ্যানিমেটেড ভিডিও কনটেন্ট বানাতে পারবেন।
🔥 যা কিছু থাকছে এই কোর্সে:
- খাতা কলমে যেভাবে এবড়ো-থ্যাবড়ো ক্যারেক্টার আঁকবেন
- খাতায় আঁকা ক্যারেক্টার যেভাবে ফটোশপে মাঞ্জা মারবেন (ফটোশপের কিছু না জেনেও!)
- অ্যানিমেশনের জন্য ক্যারেক্টারের ফেইস ও বডি পার্ট যেভাবে সাজাবেন
- আফটার ইফেক্টসে ক্যারেক্টারকে যেভাবে স্কেলেটন (কঙ্কাল) দিবেন
- স্কেলেটন দেওয়া ক্যারেক্টারে যেভাবে ক্যারেক্টার সেট করবেন
- ব্যাস! আমরা এবার ক্যারেক্টার অ্যানিমেশন করে ভিডিও বানাবো!
আর হ্যাঁ, সফলভাবে এই কোর্সটি শেষ করে আপনার প্র্যাক্টিক্যাল কাজগুলো আমাদের সাথে শেয়ার করলে অ্যানিমেশন স্টুডিও EndingSecne এর অফিসে এসে ইন্টার্ণশিপে রিয়েল প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবেন।