NGO

মানবিক সাড়াদান কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি

640491b622102-bpthumb
640491b622102-bpthumb
640491b622102-bpthumb

+51 enrolled

Not Enrolled

Course Includes

⠀15 Lessons

⠀Course Certificate

⠀14 Quizzes

⠀14 Quizzes

Centre for Disability in Development (CDD) কর্তৃক বাস্তবায়িত Putting Persons with Disabilities at the Centre of Humanitarian Preparedness and Response প্রকল্পের অধীনে এই কোর্সটি আয়োজন করা হয়েছে। এই কোর্সটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করেছে German Federal Foreign Office (GFFO) এবং CBM।

মানবিক সাড়াদান কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের জ্ঞাণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের ইন্টার এজেন্সি স্ট্যান্ডিং কমিটি “মানবিক সাড়াদান কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি” বিষয়ে একটি সুস্পষ্ট ও বিস্তারিত গাইডলাইন প্রণয়ন করেছে। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে বদ্ধপরিকর।  CDD কর্তৃক বাস্তবায়িত Putting Persons with Disabilities at the Centre of Humanitarian Preparedness and Response প্রকল্পের অধীনে বাংলাদেশে প্রথমবারের মতো এই গাইডলাইনটিকে বাংলায় অনুবাদ করে একটি প্রশিক্ষণ মডিউল তৈরী করা হয়েছে, সেই মডিউলের উপর ভিত্তি করেই এই অনলাইনের কোর্সের আয়োজন। 

এই কোর্সে মূলত চারটি বিষয়কে প্রাধাণ্য দেওয়া হয়েছে:

  • প্রথমত: দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সাড়াদান কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে ব্যবহারিক নির্দেশনা প্রদান;
  • দ্বিতীয়ত: মানবিক সাড়াদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত অংশীজন যেমন- সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারী, স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, দাতা সংস্থার প্রতিনিধি ইত্যাদি ব্যক্তিবর্গের  সক্ষমতা বৃদ্ধি;
  • তৃতীয়ত: প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিতে করণীয় বিষয়ে মানবিক সাড়াদানের সাথে যুক্ত অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করা; এবং
  • সবশেষে দুর্যোগ প্রস্তুতি, সাড়াদান ও পুনরুদ্ধার কাজে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনের অংশগ্রহণ বৃদ্ধি ও অংশগ্রহণের মানোন্নয়ন করা।

Course Content