IMPORTANT MESSAGE

আপনি কি কেয়ারগিভার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন? পৃথিবীর উন্নত সব দেশে একজন ন্যানী থাকে পরিবারে যিনি ছোট বাচ্চাদের টেককেয়ার করে। প্রফেশনাল এই কাজের জন্য ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত থেকে প্রতি বছর হাজার হাজার প্রশিক্ষিত কেয়ারগিভার যায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে। পাশাপাশি জাপানেও দিন দিন বাড়ছে কেয়ারগিভারদের চাহিদা।

আমাদের দেশে এই প্রফেশনটি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। অনেক পরিবার তার সন্তানের বিকাশের জন্য একজন কেয়ারগিভার রাখেন। এই কেয়ারগিভাররা দেশে থেকেই মাসে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছে। দেশের পাশাপাশি উন্নত দেশে এই প্রফেশনের চাহিদার কথা বিবেচনা করেই Teachers Time থেকে আয়োজন করা হয়েছে ২ সপ্তাহের ECE for Caregiving কোর্সটি। সফলভাবে কোর্স সম্পন্ন করলেই থাকছে চাকরির সুযোগ।

কোর্স সম্পর্কিত কোন জিজ্ঞাসা এবং বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন।