আপনি এই মূহুর্তে হাতের কাছে থাকা কাগজের টুকরোতে এবড়ো থেবরো ভাবে যে মানুষটাই আঁকার চেষ্টা করেন না কেন, তা চাইলেই কিন্তু ১ ঘন্টার মধ্যে টিভির পর্দায় দৌড়াদোড়ি করাতে পারবেন। জ্বী, আমি ক্যারেক্টার অ্যানিমেশনের কথাই বলছি। আর এই মজার ক্রিয়েটিভ কাজটা করতে কিন্তু আপনাকে চারুকলা থেকে ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। আপনার ক্যারেক্টার এর চেহেরা, বডি সেইপ যেরকমই হোক না কেন তা শুধু যে টিভির পর্দায় দৌড়াবে ব্যাপারটা শুধুমাত্র তা না, বরং এই এবড়ো-থেবড়ো ক্যারেক্টারটাই আপনাকে মাসে ২০-৩০ হাজার বা লাখ টাকাও এনে দিতে পারে!
আপনার একদমই বিশ্বাস হচ্ছে না, তাই না?
তো চলুন আমরা নিচের ইউটিউবের একটা ভিডিও দেখি।
এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ মিলিয়ের বেশী আছে! ৫ মিলিয়ন = ৫০ লক্ষ সাবস্ক্রাইবার!! আর এই চ্যানেলের ক্যারেক্টার অ্যানিমেশন দেখলেই বুঝতে পারবেন কেন আমরা বলছি আপনার “এবড়ো-থেবড়ো” ক্যারেক্টারও আপনার বন্ধু হয়ে মাসে লাখ টাকাও এনে দিতে পারবে!
লার্নিং বাংলাদেশে এই ইন্টেসিভ কোর্সটি শেষ করার পর আপনি নিজেই ক্যারেক্টার বিল্ডাআপ করে তা দিয়ে অ্যানিমেটেড ভিডিও কনটেন্ট বানাতে পারবেন।
ব্যাস! আমরা এবার ক্যারেক্টার অ্যানিমেশন করে ভিডিও বানাবো! আর হ্যাঁ, সফলভাবে এই কোর্সটি শেষ করে আপনার প্র্যাক্টিক্যাল কাজগুলো আমাদের সাথে শেয়ার করলে অ্যানিমেশন স্টুডিও EndingSecne এর অফিসে এসে ইন্টার্ণশিপে রিয়েল প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবেন।
2D Animation এর একটা অন্যতম পার্ট হলো Character Rigging আর তা এই কোর্সে চমৎকার ভাবে লার্নার এর বোধগম্য করে শেখানো হয়েছে। আমি নিজে এখান থেকে একদম বিগেনার থেকে বেসিক Character Rigging শিখেছি এবং আমার প্রজেক্ট গুলোতে তা ব্যবহার করছি।
ধন্যবাদ, এতো চমৎকার একটা কোর্স উপহার দেবার জন্য।
Please note:
This action will also remove this member from your connections and send a report to the site admin.
Please allow a few minutes for this process to complete.
good