Facebook Ad A-Z | Day-Long Workshop

লিমিটেড সিটের এই অনসাইট ওয়ার্কশপে ফেসবুক এডভান্স মার্কেটিং এর আদ্যোপান্ত জানতে পারবেন। এডভান্স ফেসবুক মার্কেটিং ওয়ার্কশপটি করার পর আপনার ফেসবুক এড চালানোর এক্সপেরিয়েন্স আর কখনোই আগের মতো থাকবে না। একদম বুঝে শুনে সঠিকভাবে এড ক্যাম্পেইন চালাতে পারবেন।

এই ওয়ার্কশপ থেকে যা কিছু শিখতে পারবেন:

  • সঠিকভাবে টার্গেটিং করে ফেসবুক এড চালানোর উপায়
  • ফেসবুকের এডের জন্য কোন ধরনের, ডিজাইনের, ও কি কি সাইজের ক্রিয়েটিভ ব্যবহার করবেন
  • ৪০-৬০% ফেইসবুক বিজ্ঞাপন খরচ কিভাবে কমাতে পারবেন
  • এডভান্স ফেইসবুক পিক্সেল সেটাপ করার উপায়
  • এডভান্স রিটার্গেটিং, রিমার্কেটিং ও লুকএলাইক অডিয়েন্স তৈরি করার উপায়

কাদের জন্য এই ওয়ার্কশপ?

  • আপনি যদি এফ-কমার্স এর সাথে যুক্ত থাকেন
  • আপনার নিজ প্রতিষ্ঠানের জন্য সঠিকভাবে ফেইসবুক বুষ্টিং করতে চান
  • এড এজেন্সি বা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার কি সঠিকভাবে ক্যাম্পেইন চালাচ্ছেন কিনা তা বুঝতে পারবেন
  • আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার বা ফেসবুক এড সার্ভিস এর ফ্রিল্যান্স কাজ শুরু করতে চান
 

কোর্স ইন্সট্রাকটর পরিচিতি:

এই ওয়ার্কশপটি পরিচালনা করবেন লার্নিং বাংলাদেশের লিড ইন্সট্রাকটর সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ ১০ বছরের ক্যারিয়ার এক্সপেরিয়েন্স এ ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করেছেন বিডিজবস, রিভ সিস্টেমস ও পাঠাও এর মতো প্রতিষ্ঠানে, ১০ কোটি টাকার বেশী ফেসবুকে এড ক্যাম্পেইন চালানোর এক্সপেরিয়েন্স থেকে এই  ওয়ার্কশপটি এমন ভাবে সাজিয়েছেন যেন আপনি কিছু না জানলেও সহজ ভাষা ও এক্সাম্পল দিয়ে ফেসবুক এড চালানো শিখে ফেলতে পারেন। 

ইনস্ট্রাক্টরের বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করে লিংকডইন প্রোফাইলটি দেখুন।

নেক্সট ওয়ার্কশপটি কবে হবে?

দিন: ৩ জানুয়ারি, শুক্রবার।

সময়: সকাল ১০:০০ টা – বিকাল  ০৫:০০ টা পর্যন্ত

আসন সংখ্যা: ২০ জন (আর ১৪ টি সিট খালি আছে)

স্থান: Middle Badda (@Learning Bangladesh’s Office)

দিনব্যাপী এই ওয়ার্কশপে ঠিক এখন এনরোল হলে ৪০% ডিসকাউন্টে ২৯৯৯ টাকায় এনরোল করতে পারবেন।

এছাড়া ওয়ার্কশপ শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবে

Course Content

ওয়ার্কশপ অরিয়েন্টেশন - সকাল ০৯:৩০ থেকে ১০:০০

ফেইসবুক এড পরিচিতি - সকাল ১০:০০ থেকে সকাল ১০:৩০
ফেইসবুক ক্যাম্পেইন ওভারভিউ - সকাল ১০:৩০ থেকে সকাল ১১:০০
ফেইসবুক এড সেট (অডীয়েন্স টার্গেটিং) ওভারভিউ - সকাল ১১:০০ থেকে সকাল ১১:৩০
কি ধরণের কনটেন্ট দিয়ে ফেইসবুক Ad ছাড়বেন - সকাল ১১;৩০ থেকে দুপুর ১২;০০
প্র্যাক্টিস সেশন! নিজ একাউন্ট থেকে ক্যাম্পেইন রান করুন দুপুর ১২:০০ থেকে দুপুর ১:০০
ব্রেক - দুপুর ০১:০০ টা - দুপুর ০২:০০ টা
ফেইসবুক এডের জন্য কনটেন্ট স্ট্র্যাটেজি দুপুর ০২:০০ টা - ০৩:০০ টা
এডভান্স ফেইসবুক এড । ফেসবুক পিক্সেল দুপুর ০৩:০০ টা - ০৩:৩০ টা
ট্যাগ ম্যানেজার দিয়ে ফেইসবুক পিক্সেল সেটাপ দুপুর ০৩:৩০ টা - ০৩:৫০ টা
মোবাইল দিয়ে কনটেন্ট তৈরি দুপুর ০৩:৫০ টা - ০৪:০৩০
ওয়ার্কশপ ক্লোজিং - বিকাল ৪:৩০ - ০৫:০০
+76 enrolled
Not Enrolled
5000 BDT 2999

Course Includes

  • 53 Lessons

Ratings and Reviews

5.0
Avg. Rating
5 Ratings
5
5
4
0
3
0
2
0
1
0
What's your experience? We'd love to know!
Shahin Yusuf
Posted 2 months ago
targeting janata khub jorori

amar je bisoy gulo jana dorkar chilo valo kore bujte parini sata holo ad bisoy

×
Preview Image
Nilladre Nova
Posted 7 months ago
ফেসবুক এড নিয়ে পূর্বে কোনো ধারণাই ছিলো না।

আমি একটি প্রতিষ্ঠানে অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত। ফেসবুক এড নিয়ে পূর্বে কোনো ধারণাই ছিলো না। সেক্ষেত্রে আমি কিছুটা ভয়ে ছিলাম। এই যে ভয়টা ছিলো পুরো ধারণাই পাল্টে গিয়েছে। কারণ আমাদের ভাইয়া বেসিক টু এডভান্স একটি এড হাতেকলমে পাবলিশ করা অব্দি ধরে ধরে পুরো প্রসেস দেখিয়েছে এবং সবাইকে দিয়ে একটি এড রান করে দেখিয়েছেন। এতে করে আমরা যেমন কনফিডেন্স বিল্ডাপ হয়েছে

×
Preview Image
Md. Riaj Hossen
Posted 7 months ago
লার্নিং বাংলাদেশের সাব্বির ভাইয়ের চমৎকার একটি ওয়ার্কশপ করলাম।

লার্নিং বাংলাদেশের সাব্বির ভাইয়ের চমৎকার একটি ওয়ার্কশপ করলাম। ফেসবুক মার্কেটিংয়ের ওপরে। ফেসবুক এডস নিয়ে হিডেন কিছু জানলাম যেটা আসলে আশা করি আমার ক্যারিয়ারে ভালো একটা ইম্প্যাক্ট রাখবে।

×
Preview Image
Mohammad Abdul Matin
Posted 7 months ago
সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।

ফেসবুক এড নিয়ে প্রবলেমগুলো ইন্সট্রাকটরের সাথে শেয়ার করেছি। সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আফটার সার্ভিসে আমাদেরকে বলেছেন যে, যখনই প্রবলেমে পড়বো নক দিবেন।

×
Preview Image
Sabera Ferdousi
Posted 8 months ago
Recommended

It’s worthy!

×
Preview Image
Show more reviews
What's your experience? We'd love to know!