এই শর্টকোর্সটিতে দেখানো হয়েছে কিভাবে ফাইভারে একটা নিশ গিগ এর অর্ডার পাওয়া থেকে শুরু করে কাজ গুছিয়ে ডেলিভারি দেওয়া যায়। দেড় ঘন্টার এই কোর্সটি করে আপনি বুঝতে পারবেন কিভাবে সহজ কিছু কাজ শিখে নিশ গিগ বানিয়ে ফাইভার থেকে ইনকাম করা যায়। আমাদের ফাইভারের এই শর্ট কোর্সে একজন ‘বিজনেস র্যাঙ্কিং’ ব্যাজের ক্লায়েন্ট এর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এফিলিয়েট প্রোগ্রাম সেটাপ করতে চাচ্ছেন। আমরা আধা ঘন্টার মধ্যে কিভাবে এই কাজটি একটি ছোট্ট প্রিমিয়াম প্ল্যাগইন ইন্সটল করে কোনো প্রকার কোডিং ছাড়াই কমপ্লিট করতে পারি তার পুরো প্রসেসটি দেখিয়েছি। কাজ শেষ হবার পর কিভাবে তা গুছিয়ে ডেলিভারি দেওয়া যেতে পারে সেটাও আমরা এই শর্ট কোর্সে দেখিয়েছি।
Course Content
Login
Accessing this course requires a login. Please enter your credentials below!