প্রতিটি বিজনেসের জন্য রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ অংশ। রিপোর্টিং এর মাধ্যমে খুব সহজে জানা যায় বিজনেসের সার্বিক অবস্থা সম্পর্কে, লাভ হচ্ছে না লোকসান হচ্ছে বা বিজনেস কি আদো ঠিক পথে আগাচ্ছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আপনার বিজনেস যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে গুগল এনালিটিক্স সেট আপ করে এই বিষয়গুলো জানতে পারবেন।
একটা ছোট পরিসরের স্টোরশপে মালিকেরও হয়তো জানার ইচ্ছা থাকে উনার শপে প্রতিদিন কি পরিমান কাস্টমার আসে, তাঁরা কি কি ধরণের পণ্য দেখে আকৃষ্ট হয় বা কিনতে চায়, এবং ঠিক কোন ধরণের পণ্য খুব বেশী পরিমাণে বিক্রি হয়, কারা কিনে সেই বেশী বিক্রি হওয়া পণ্য, তাঁরা কোথায় থাকে, কিভাবে সেই দোকানের খোঁজ পেয়েছে, কোন বিজ্ঞাপন দেখে তাঁরা বেশী আকৃষ্ট হয়েছিল এবং ঠিক কি কারণে তাঁরা আকৃষ্ট হয়েছিল। এই সব কিছুই কিন্তু আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে ট্র্যাক করা সম্ভব গুগল এনালিটিক্স এর মাধ্যমে।
যা যা শিখতে পারবেন এই অনলাইন কোর্স থেকে:
ওয়েবসাইটে গুগল এনালিটিক্স সেটাপ পদ্ধতি
গুগল এনালিটিক্স এর ড্যাশবোর্ড পরিচিতি
অডিয়েন্স ওভারভিউ, ডেমোগ্রাফিক ও ইন্টারেস্ট এনালাইসিস
গোল ও ইভেন্ট সেটাপ করার উপায়
একুইজিশন রিপোর্ট থেকে বিভিন্ন সোর্স এর এনালাইসিস
ফেইসবুক, পত্র পত্রিকা ও অনলাইন ক্যাম্পেইন ট্র্যাকিং করার উপায়
কিভাবে ক্লায়েন্টকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এনালিটিক্স সলিউশন দিবেন
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।