অর্ন্তভুক্তিমূলক শিক্ষা: প্রতিবন্ধী বাচ্চাগো জন্য নতুন পদ্ধতি শিখা

শিক্ষা সবার অধিকার। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের প্রতিবন্ধী বাচ্চাগো জন্য শিক্ষা অনেক বড় চ্যালেঞ্জ। যোগাযোগের সমস্যা, উপযুক্ত শিক্ষা উপকরণের অভাব আর ক্লাসরুমে অর্ন্তভুক্তির ঘাটতি এই চ্যালেঞ্জগো আরো বাড়াইয়া দেয়। এই কারণেই অর্ন্তভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি।

এই ট্রেইনিং প্রোগ্রামের লক্ষ্য হইল শিক্ষাগো নতুন পদ্ধতি শিখানো, যেগুলা প্রতিবন্ধী বাচ্চাগো শিক্ষার উন্নতি করব। অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন (AAC), অ্যাক্সেসিবল এডুকেশন মেটেরিয়ালস (AEM), আর দৃষ্টি, ভাষা আর শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাগো জন্য বিশেষ পদ্ধতি নিয়া এই কোর্স বানানো হইল।

এই কোর্স সম্পূর্ণ রোহিঙ্গা ভাষায় ডিজাইন করা হইল যাতে শিক্ষাগো সহজে বুঝতে আর কাজে লাগাইতে পারে। ট্রেইনিংয়ের প্রতিটি মডিউল অ্যাক্সেসিবল আর ব্যবহারিক উদাহরণ দিয়া সাজানো হইল, যাতে শিক্ষকরা ক্লাসরুমে অর্ন্তভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে পারে।

এখন সময় হইল নতুন কিছু শিখা আর বাচ্চাগো ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কাজ শুরু করার। এই কোর্স নিয়া রওনা দেই, আর অর্ন্তভুক্তিমূলক শিক্ষার এক নতুন অধ্যায় শুরু করি।

ইন্টারঅ্যাকটিভ উপাদান:

  • কুইজ: প্রতিটি ক্লাসের পরে ছোট ছোট প্রশ্ন।
  • প্র্যাকটিক্যাল: শিক্ষকগো উপকরণ বানানোর কাজ শেখানো।
  • রিফ্লেকশন: বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা।

ফলাফল – এই মডিউল শেষে শিক্ষকগো:

  1. প্রতিবন্ধী বাচ্চাগো শেখানোর সহজ পদ্ধতি শিখব।
  2. কম খরচে বা ফ্রি শিক্ষা উপকরণ বানাইতে পারব।
  3. অর্ন্তভুক্তিমূলক ক্লাসরুম পরিচালনা করত পারব।

Course Content

Expand All

মডিউল ১: অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন (AAC)

মডিউল ২: অ্যাক্সেসিবল এডুকেশন মেটেরিয়ালস (AEM)
মডিউল ৩: ভিজ্যুয়াল, স্পিচ, আর হিয়ারিং প্রতিবন্ধকতা
Not Enrolled
This course is currently closed

Course Includes

  • 12 Lessons
  • 24 Topics

Ratings and Reviews

0.0
Avg. Rating
0 Ratings
5
0
4
0
3
0
2
0
1
0
What's your experience? We'd love to know!
No Reviews Found!
Show more reviews
What's your experience? We'd love to know!