-
MD posted an update
বাংলাদেশের জব মার্কেট অন্যান্য দেশের তুলনায় বেশি প্রতিযোগিতা মূলক এবং বাংলাদেশের একজন শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও, নির্ধারণ করতে পারেন না, তিনি কোন বিষয়টিকে প্রফেশনালি প্রাধান্য দিবেন। তাই পাঁচ থেকে সাত বছর চাকরির জন্য চেষ্টা করেও, সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে যাওয়ায়, একজন বাঙালী বেকার থেকে যায়, আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । একজন শিক্ষার্থীর প্রয়োজন, এসএসসি বা দাখিল পর্যায়ে থাকাকালীন সময়ে তার ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা, এতে করে নির্ধারিত লক্ষে পৌঁছাবার জন্য নিজেকে প্রস্তুত করার পর্যাপ্ত সময় পাওয়া যায়। আপনারা আমাদের “ক্যারিয়ার কম্পাস: আনলক ইউর প্রফেশনাল ডেসটিনি” ভিডিও সিরিজের মাধ্যমে বিভিন্ন প্রফেশন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। এর মাধ্যমে আপনারা সহজেই আপনাদের জীবনের প্রফেশনকে নির্ধারণ করতে পারবেন। https://youtu.be/1Gg4QWpYEv0