Motion Graphics
BOOTCAMP

দেশের যেকোন প্রান্ত থেকে মোশন গ্রাফিক্স শিখে নিশ্চিত ইন্টার্ণশিপে অ্যানিমেশন স্টুডিওতে জয়েন করুন

এই বুটক্যাম্প ট্রেইনিং প্রোগ্রামে আপনি বিগেনার লেভেল থেকে বেসিক লেভেল এর মোশন ডিজাইনার হয়ে উঠতে পারবেন ও কনফিডেন্টলি দেশের প্রথম সারির অ্যানিমেশন স্টুডিওতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

BOOTCAMP FEATURES

প্রিমিয়াম কোর্স এক্সেস

১২+ প্রিমিয়াম রেকর্ডেড কোর্সে রয়েছে ২০০+ লেসন ভিডিও।

৫২টি ওয়ার্কশপ

প্রতি রবিবার রাতে ২ ঘণ্টার প্রবলেম সলভিং ওয়ার্কশপ

১০টি প্র্যাকটিক্যাল

কনফিডেন্টলি নিজ পোর্টফোলিওতে যুক্ত করুন

৩ মাসের ইন্টার্ণশীপ

দেশের প্রথমসারির অ্যানিমেশন স্টুডিওতে নিশ্চিত ইন্টার্ণশিপ

১ম মাস

 

১ম সপ্তাহ – আফটার ইফেক্টস পরিচিতি

  • মোশন গ্রাফিক্স ও ভিডিও টার্মিনোলোজি
  • এনিমেশন এর ১২টি প্রিন্সিপাল
  • আফটার ইফেক্টস এর ৬টি ফাউন্ডেশন
  • প্রথম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – ৫ সেকেন্ডের লোগো অ্যানিমেশন

 

২য় সপ্তাহ – টাইপো ও ইনফোগ্রাফিক অ্যানিমেশন

  • মোশন গ্রাফিক্সে বাংলা টাইপোগ্রাফি
  • আইকন ও সেইপ দিয়ে ইনফোগ্রাফিক অ্যানিমেশন
  • কালার, ক্যামেরা কন্ট্রোল
  • দ্বিতীয় সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – টাইপোগ্রাফি দিয়ে ইনফোগ্রাফিক স্টাইলে ১৫ সেকেন্ডের অ্যানিমেশন

 

৩য় সপ্তাহ – প্রোমো ভিডিওর জন্য কনসেপ্ট/স্ক্রিপ্ট/ভয়েস অভার/মিউজিক

  • হাতে-কলম ও রিসার্স করে কনসেপ্ট ডেভলপমেন্ট
  • কনসেপ্ট থেকে স্ক্রিপ্ট ডেভলপমেন্ট
  • ভয়েসওভার, SFX ও ব্যাকগ্রাউন্ড কালেকশন
  • তৃতীয় সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – মিউজিক এর সাথে অ্যানিমেশন এডজাস্টমেন্ট

 

৪র্থ সপ্তাহ – ৩০ সেকেন্ডের প্রোমো ভিডিও

  • প্রোমো ভিডিও বানানোর ১২টি স্টাইলিজ হ্যাকস
  • প্যারাল্যাক্স ইফেক্ট এর জন্য এসেট ডেভলপমেন্ট
  • আফটার ইফেক্টসে এসেট ম্যানেজমেন্ট ও ক্যামেরা মুভমেন্ট
  • চতুর্থ সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – ৩০ সেকেন্ডের প্রোমো ভিডিও 

২য় মাস

 

৫ম সপ্তাহ – ভিডিও এডিটিং এর জন্য অ্যানিমেশন

  • লোয়ার থার্ড, ক্রেডিট রোল অ্যানিমেশন
  • আফটার ইফেক্টস এডভান্স প্ল্যাগইন
  • থার্ড পার্টি টেমপ্লেট অ্যানিমেশনে
  • পঞ্চম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – টেমপ্লেট দিয়ে ৩০ সেকেন্ডের প্রোমো ভিডিও

 

৬ষ্ঠ সপ্তাহ – গ্রিন স্ক্রিন ফুটেজ এডিটিং

  • গ্রিন স্ক্রিন ফুটেজ ক্যাপচার গাইডলাইন
  • আফটার ইফেক্টসে গ্রিনস্ক্রিন ফুটেজ এডিটিং
  • বার বার ইউজের জন্য কমন টেমপ্লেট বানানোর উপায়
  • ষষ্ঠ সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – গ্রিন স্ক্রিন রিমুভ করে প্রোমো ভিডিও

 

৭ম সপ্তাহ – রোটোস্কোপিং

  • কমপ্লেক্স ফুটেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ
  • আফটার ইফেক্টসের রোটোস্কোপিং টুল ও প্ল্যাগইন
  • মাস্ক ও রোটো ব্রাশের মাধ্যমে রোটোস্কোপিং
  • সপ্তম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – রোটোস্কোপিং প্র্যাক্টিক্যাল

 

৮ম সপ্তাহ – টুডি ক্যারেক্টার রিগিং ও অ্যানিমেশন

  • অ্যানিমেশন ফ্রেন্ডলি টুডি ক্যারেক্টার এসেট ডেভলপমেন্ট
  • ক্যারেক্টার বডি রিগিং
  • ক্যারেক্টার ফেইস রিগিং
  • অষ্টম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – টুডি ক্যারেক্টার দিয়ে প্রোমো ভিডিও

৩য় মাস

 

৯ম সপ্তাহ – সিনেমা ফোরডিতে বেসিক থ্রিডি অ্যানিমেশন

  • সিনেমা ফোরডি ইন্টারফেইস পরিচিতি
  • সিনেমা ফোরডিতে বেসিক থ্রিডি মডেলিং ও ব্যাকগ্রাউন্ড ডিজাইন
  • সিনেমা ফোরডিতে মো-গ্রাফ টেকনিক
  • নবম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – সিনেমা ফোরডিতে টুডি স্টাইলে থ্রিডি অ্যানিমেশন

 

১০ম সপ্তাহ – টুডি ক্যারেক্টার ও থ্রিডি এসেটে ব্লেন্ড অ্যানিমেশন

  • সিনেমা ফোরডি ও আফটার ইফেক্টস সিনক্রোনাইজেশন
  • থ্রিডি এসেটে টুডি ইফেক্ট
  • টুডি ক্যারেক্টারের সাথে থ্রিডি এসেট ব্লেন্ডিং
  • দশম সপ্তাহে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট – টুডি ও থ্রিডি কম্বিনেশনে প্রোমো ভিডিও

 

১১তম সপ্তাহ – লোকাল ও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট

  • ক্লায়েন্ট হান্টিং এর জন্য মার্কেটিং
  • টাইম, বাজেট ও স্ক্রিপ্ট অনুযায়ী প্রোজেক্ট ডিসকাশন
  • অনবোর্ডেড ক্লায়েন্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজি
  • সাকসেসফুল প্রোজেক্ট কমপ্লিশনের পর পেমেন্ট কালেকশন স্ট্র্যাটেজি

 

১২তম সপ্তাহ – অ্যানিমেশন স্টুডিও পাইপলাইন

  • মোশন গ্রাফিক্স প্রোজেক্ট পাইপলাইন
  • টুডি আর্টিস্টদের সাথে কাজের প্রোসেস
  • আফটার ইফেক্টসে প্রোজেক্ট ম্যানেজমেন্ট
  • কাজের পোর্টফোলিও ওয়েবসাইট

ইন্টার্নশিপ পিরিয়ড

কি কি বিষয়ের উপর কাজ করতে পারবেন

দুইজন সফল লার্নার

লার্নিং বাংলাদেশের ‘মার্কেটিং বুটক্যাম্প’ আমার দেখা সেরা একটা চ্যালেঞ্জ ছিলো , এই প্রোগ্রামের ১২ সপ্তাহের ১২ টি কোর্স থেকে আমি বর্তমানে আমার নিজের প্রতিষ্ঠানেই ডিজিটাল মার্কেটিং জ্ঞান প্রয়োগ করছি এবং নতুন জিনিস নিয়মিত শিখছি। প্রতিদিন লার্নিং বাংলাদেশ থেকে কোর্স করা এখন নেশা হয়ে গেছে। আমি লার্নিং বাংলাদেশ এর সর্বাত্বক সাফল্য কামনা করছি।

আর হ্যাঁ, এখন কেউ যদি বাংলাদেশ থেকে ‘Premium Buy’ লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার সাইটটাই গুগল সার্চে প্রথমে থাকে!

Najia Ahmed Entrepreneur

ডিজিটাল মার্কেটিং মানেই যে শুধু ফেসবুক বা গুগল এ এড চালানো, বিষয়টা তা নয়। একটি মার্কেটিং করতে কি কি রিসার্চ করতে হয় এবং সেগুলো কিভাবে ক্লায়েন্ট অথবা কর্পোরেটে রিপোর্টিং ম্যানেজারকে প্রেজেন্ট করতে হয়। বিষয় গুলো আমি এই ডিজিটাল মার্কের্টিং বুটক্যাম্প থেকে শিখেছি। আমার ধারণা নয় বিশ্বাস আমার মতো অনেকেই এখানে অংশগ্রহণ করে যদি নেক্সট ৩ মাস প্রতিদিন ২ ঘন্টা করে দিতে পারে তাহলে তাদের ক্যারিয়ার অন্য একটি উচ্চতায় নিয়ে যেতে পারবে। 

আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই বাংলাদেশের প্রথম সারির অ্যানিমেশন স্টুডিওতে ফুল টাইম জব করছি।

Kazi Wasikul STUDENT
তাসদীক দিগন্ত
(চলমান লার্নার)

তাসদীক দিগন্ত এই মূহুর্তে মোশন গ্রাফিক্স বুটক্যাম্পে ১ মাস শেষ করেছেন। আশা করছেন সফলভাবে ৩ মাসের বুটক্যাম্প প্রোগ্রাম শেষ করে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যানিমেশন স্টুডিওতে এসে ‘ইন্টার্নশিপ’ করার সুযোগ পাবেন।

ফয়ছল শুভ
(ইন্টার্নশিপ করছেন)

ফয়ছল শুভ ‘মোশন গ্রাফিক্স বুটক্যাম্প’ ট্রেইনিং প্রোগ্রাম সফল্ভাবে শেষ করে এই মূহুর্তে আমাদের অ্যানিমেশন স্টুডিওতে ইন্টার্নশিপ করছেন। দেশী-বিদেশী বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছেন।

রিজওয়ানুল মাহির
(ফুলটাইম জব করছেন)

রিজওয়ানুল মাহির ৩ মাসের ট্রেনিং প্রোগ্রাম শেষে সফলভাবে ৩ মাস ইন্টার্নশিপ পিরিয়ড শেষ করে ফুলটাইম মোশন ডিজাইনার হিসাবে আমাদের অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd. এ জয়েন করেন। গ্রামীনফোন, রবি সহ কাজ করেছেন NGO ও বেশ কিছু কর্পোরেট প্রোজেক্টে।

**বিস্তারিত জানতে কল করুন: 01732607170

FAQ

শুরুটা হবে কাগজ-কলম বা পেন্সিলে।

এরপর এডবি ইলাস্ট্রেটর, ফটোশপে মোশন গ্রাফিক্স এর এসেট রেডি করার ওয়ার্কিং নলেজ দেওয়া হবে।

এরপর আফটার ইফেক্টস ও এর সাথে রিলেটেড মেজর সব প্ল্যাগইন এর উপর বেশ সময় ধরে শেখানো হবে।

এরপর থ্রিডি মডেলিং ও এনিমেশনের জন্য সিনেমা ফোর ডি/ব্লেন্ডার এর বেসিক শিখতে পারবেন। আর ফ্রেম বাই ফ্রেম এনিমেশন এর বেসিকের জন্য একটা বোনাস ও সারপ্রাইজিং সফটওয়্যার দেখানো হবে।

নূন্যতম কোর আই থ্রি, ৪ জিবি র‍্যাম এর পিসি নিয়ে কাজ শুরু করতে পারবেন। তবে ৮ জিবি র‍্যাম ও কোর আই ৫ এর পিসি হলে স্মুথলি কাজ করতে পারবেন।

ইন্টার্ণশিপ হচ্ছে জবের ইনিশিয়াল লেভেল। কোনো প্রতিষ্ঠানে কিভাবে টিমের সাথে রিয়েল প্রোজেক্টে কাজ করতে হয় তা হাতে কলমে অফিসে এসে শেখাটাই হচ্ছে ইন্টার্ণশিপ।

হ্যাঁ অবশ্যই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ৩ মাসের ট্রেইনিং পিরিয়ডে ভালোভাবে সব ক্লাস ও ১০ টি প্র‍্যাক্টিক্যাল করে গ্রুপে সাবমিট করতে হবে।

দেশের প্রথম সারির এনিমেশন স্টুডিও EndingScene এর ঢাকার অফিসে এসে করতে পারবেন।

Bangladesh Prime Minister Shekh Hasina Watching Motion Graphics Animated Promo Video of EndingScene Animation Studio

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বানানো আলাপন অ্যাপের এক্সপ্লেইনার ভিডিও দেখছেন.  

EndingScene Studio এখন পর্যন্ত গ্রামীনফোন, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স, ট্রাক লাগবে সহ ৩০০+ দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে।

ঢাকার বাহিরে থেকে অফলাইনে EndingScene এ ইন্টার্নশিপ করার সুযোগ নেই। তবে লার্নিং বাংলাদেশের ইন্টার্ণনাল কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে।

ঢাকার বাহিরে থেকে এসে EndingScene Studio তে ইন্টার্ণশিপ করতে চাইলে অফিসে আশেপাশে ব্যাচেলর ভাবে থাকার ব্যাপারে হেল্প করা যেতে পারে, তবে সেক্ষেত্রে থাকা ও খাওয়ার খরচ লার্নারকে নিজ পকেট থেকে দিতে হবে।

অবশ্যই হেল্প করা হবে তবে নিশ্চিত জবের গ্যারান্টি আমরা দিচ্ছি না। তবে ট্রেইনিং প্রোগ্রাম চলাকালিন আপনার ১০ টি প্র্যাক্টিক্যাল ও ইন্টার্নশিপ পিরিয়ডে আপনার রিয়েল প্রোজেক্টে কাজের পোর্টফলিও তৌরি হবে। সেই প্র্যাক্টিক্যাল ও পোর্টফলিও আপনাকে পার্মানেন্ট পার্মানেন্ট জব প্লেসমেন্টে হেল্প করবে।




সরকারি এপ বিনিময় এর জন্য বানানো আমাদের প্রমোশনাল ভিডিওতে কাজ করেছেন মোশন গ্রাফিক্স বুটক্যাম্পের লার্নার মাহির ভাই ও ওয়াসিকুল ভাই, যারা এই ৩ মাসের ট্রেইনিং শেষে আরো ৩ মাসের ইন্টার্ণশিপের সুযোগ পেয়েছিলেন। আর উনাদের অসাধারণ পারফর্মেন্সের জন্য আমরা এই দুইজনকে আমাদের অ্যানিমেশন স্টুডিওতে বেশ ভালো স্যালারিতে পার্মানেন্ট জব অফার করি। এই মূহুর্তে উনারা আমাদের এনিমেশন স্টুডিওতে বেশ ভালো করছেন।

অবশ্যই আছে। Up Work ও Fiverr মার্কেটপ্লেসে কিভাবে গিগ সুন্দরভাবে সাজিয়ে প্রোফাইল রেডি করা যায় ও বিভিন্ন ক্লায়েন্ট প্রোজেক্টে বিড করা যায় তা নিয়ে আমাদের আলাদাভাবে লেসন রেডি করা আছে।

তবে জবের মতো এইক্ষেত্রেও আমরা আপনাকে মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়ার নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি না।

এই ট্রেইনিং প্রোগ্রামটি একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ আপনি এনরোল করার সাথে সাথেই লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে আপনার একাউন্ট তৌরি হয়ে যাবে ও এই প্রোগ্রামের প্রতিটি কোর্স ও প্রাইভেট গ্রুপের এক্সেস পেয়ে যাবেন।

হ্যা আছে। এই প্রোগ্রামে সাবস্ক্রিপশনের সাথে সাথেই ডেডিকেটেড গ্রুপের এক্সেস পেয়ে যাবেন। ডেডিকেটেড গ্রুপে লার্নাররা নিজেদের কাজ শেয়ারিং এর পাশাপাশি লাইক, কমেন্ট ও কনভার্সেশন করতে পারে। আর গ্রুপের মধ্যেই জুম লাইভ সেশনের লিংক রয়েছে।

 

হ্যাঁ হবে। প্রতি সপ্তাহের রবিবার রাত ৮:৩০ – ১০:৩০ পর্যন্ত লাইভ সাপোর্ট সেশন জুমে হবে যার ইনফরমেশন আপনি কোর্সের ডেডিকেটেড গ্রুপেই পেয়ে যাবেন।

এই প্রোগ্রাম ৩ মাসের হলেও আপনি মোট ৫২ টা অর্থাৎ ১ বছরের জন্য অনলাইনে সাপোর্ট সেশনে জয়েন করতে পারবেন।

প্রতি সপ্তাহে ২ ঘন্টার জুম লাইভ সাপোর্ট সেশনে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার যেকোনো ইস্যু সলভ করে দেওয়া হবে। এটা কোর্স রিলেটেড হতে পারে বা আপনি নিজের বা কোনো ক্লায়েন্টের জন্য কাজের ব্যাপারে আটকে গেলেও আমাদের কাছ থেকে সলিউশন পাবেন।

হ্যাঁ হবে। কোর্সের মূল টপিক ও লার্নারদের প্রবলেম সলভিং এর বাহিরেও আমরা প্রতি সপ্তাহেই এডভান্স টপিক ও কাজ করে দেখানো হয়। আর মাঝে মাঝে ইন্ড্রাস্ট্রি এক্সপার্টদের সেশনে নিয়ে আসা হয়।

একবার ভেবে দেখুন ৪ বছরে ২-৩ লাখ খরচ করে ডিগ্রি নিয়েও চাকরি পাওয়ার নিশ্চয়তা কেউ দিচ্ছি না, সেখানে আপনি এই এমাউন্টে ৩ মাসে ভালোভাবে কোর্স করে নিশ্চিত ইন্টার্নশিপে অফিসে এসে কাজ করার সুযোগ পাচ্ছেন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশী।

আর আমাদের এই প্রোগ্রামে জয়েন করে একদম শূণ্য থেকে শিখে ৬ মাসের মধ্যে ৩৫ হাজার টাকার জব অফারে বাসায় বসে কর্পোরেট জব করছে এরকম এক্সামপলও আছে।

তাই একদিন লেইট করে জয়েন করলেও আপনি এই প্রোগ্রামের বাকি লার্নারদের চাইতে একদিন পিছিয়ে থাকবেন।

**বিস্তারিত জানতে কল করুন: 01732607170