সহজে শিখুন বর্তমান যুগের একটি চাহিদাপূর্ণ কোর্স
বর্তমান যুগে মোশন গ্রাফিক্স একটি অত্যন্ত চাহিদাপূর্ণ কাজ । শিক্ষার্থীদের সুবিধার জন্য কোর্সটি সহজভাবে সাজানো হয়েছে।
সাব্বির আহমেদ ভাইয়ার (কোর্স ইন্সট্রাক্টর) শেখানোর কায়দা ছিল এককথায় খুবই বন্ধুত্বপূর্ণ। আপনার মনে হবে, আপনারই কোনো পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে আপনি কাজ শিখছেন। এছাড়াও এত অল্প খরচে আপনি অন্য কোথাও এই কোর্স সম্পন্ন করতে পারবেন বলে আমার মনে হয় না। ধন্যবাদ লার্নিং বাংলাদেশের টিমকে।
Responses