IN A NUTSHELL, IT WAS NOVICE TO ADVANCE COURSE
সত্যি বলতে আমার ওয়ার্ডপ্রেস নিয়ে আগ্রহ থাকলেও , সাহস ছিল না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করার, কারন আমার ধারনা ছিল এইটি অনেক কঠিন হবে একজন জেনেরাল স্টুডেন্ট এর জন্য। কিন্তু সাব্বির ভাইয়ের অন্যান্য কোর্স দেখে যতদূর বুজলাম যে ভাই অনেক কঠিন জিনিস সহজ ভাষায় বুঝায়। তাই এই কোর্স নেওয়ার আগ্রহ দেখালাম। আমার কাছে এই কোর্সটি কার্যকরি বলে মনে হয়েছে।
Responses