আমার কাছে মনে হয় যে, যে কেউ চাইলে তার ডেইলি লাইফের সব কাজ চ্যাটজিপিটি দিয়ে গাইড লাইন পাওয়া যাবে।
চ্যাটজিপিটি আগেও জানতাম তবে, সিম্পল জিনিস টাও যে অসাধারণ ভাবে করা যায় তা সাব্বির ভাই দারুণ ভাবে বুঝিয়েছেন। চ্যাটজিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করেও আপনি দারুণ ভাবে আপনার প্রোডাক্টিভি বাড়াতে পারেন। মডিউল টাও দারুণ ভাবে সাজিয়েছেন, প্রতিটা কন্টেন্ট প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্স বা জব হোল্ডার সবার জন্যই এই কোর্স বেস্ট চয়েজ। মেন্টর হিসাবে চ্যাটজিপিটি হতে পারে আপনার সব থেকে কাছের বন্ধু।
Responses