যেকোনো স্কিল ডেভেলপমেন্ট প্রসেস সফল করার সহজ ৬টি ধাপ

স্টেপ -১ গোল সেট করা

প্রথমেই ঠিক করুন আপনি কি স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন এবং কেন তা আপনার জন্য ইম্পরট্যান্ট। লিখে রাখুন কি কি কারণে আপনি এই স্কিলটি শিখতে চাচ্ছেন, কেন এটা আপনার জন্য ভালো কিংবা আপনার প্রয়োজন। এই স্কিলটা ডেভেলপ করলে কি হবে এই সবকিছু লিখুন। ভীষণ বোর্ড বা এমন কোন টেকনিক ব্যবহার করতে পারলে বেশি ভালো যা কিনা আপনাকে একটা ছবির মতো ধারনা দেবে বা একটা ভিজুয়ালাইজেশন তৈরি করবে যে এই স্কিলটি লার্ন করার আপনার ওবজেক্টিভ এবং গোল সম্পর্কে। 

স্টেপ – ২ রিসার্চ করুন এবং প্রয়োজনীয় রিসোর্স খুঁজুন

এই স্টেপে আপনাকে যথেষ্ট রিসার্চ করতে হবে। যেই বিষয়টি আপনি শিখতে চাচ্ছেন সে বিষয়ক বই, অনলাইন কোর্স, ফ্রি ভিডিও কিংবা টিউটোরিয়াল কি কি আছে। এক্ষেত্রে আপনি কোন সোর্স থেকে ইনফরমেশন বা কাদের রিসোর্স সংগ্রহ করছেন তার রেপুটেশন বা অথেন্টিসিটি খেয়াল করতে হবে। এবং আরেকটা জিনিশ দেখতে হবে কোনটা আপনার লার্নিং প্যাটার্নের সঙ্গে যায়। অনেকে আছে সেলফ লার্নার, অনেকে অনলাইন প্রেফার করে ফিজিক্যাল কোথাও যাওয়ার থেকে, অনেকে আবার কমিউনিটি পছন্দ করে। তো আপনার সার্নিং স্টাইলের সঙ্গে ম্যাচ করে এমন রিসোর্স গুলোকে প্রাধান্য দিতে হবে।

স্টেপ – ৩ লার্নিং এর জন্য একটি প্ল্যান তৈরি করা

আপনার স্কিল ডেভেলপমেন্ট এর পুরো মিশনটাকে কয়েকটি স্টেপ এ ভাগ করুন। মেইলস্টোন সেট করুন নিজের জন্য এবং সেই অনুযায়ী একটা To Do List বানান নিজের সঙ্গে নিজের একটা জবাবদিহিতার সিস্টেম এর জন্য। তার মানে হচ্ছে আপনার গোল অথবা মিশনকে কয়েকটি ছোট ভাগে ভাগ করা, মেইলস্টোন সেট করা এবং সে অনুযায়ী To Do List বানানো।

স্টেপ – ৪ শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে

এবার আপনার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে রীতিমতো ডুব দিতে পারেন আপনি। টিউটোরিয়ালস দেখেন, অনালাইন কোর্স করেন এবং রেগুলার প্র্যাকটিস করেন। মনে রাখবেন স্কিল ডিপেন্ড করে প্র্যাকটিস এর উপর, স্কিল বিষয়টাই প্র্যাকটিস। এবং এই লার্নিং প্রসেসটা এঞ্জয় করার মতো করে করুন। খুব বেশি চাপ, বা খুব ঢীলামো না করে নিয়মিত করুন একটা স্ট্যান্ডার্ড গতিতে। শিখতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে ভুল হবে স্বাভাবিক, সেদিকে চিন্তা না করে করতে থাকুন। এবং একেকটা মাইলস্টোন রিচ করলে নিজেকে নিজে রিওয়ার্ড করুন।

স্টেপ – ৫ আপনার কাজ এবং স্কিল এর ফিডব্যাক নিন এবং বেটার করুন

একজন মেন্টর খুঁজে বের করে অথবা একজন ওই বিষয়ক এক্সপার্ট কিংবা একাধিক মানুষের থেকে ফিডব্যাক নিন। কীভাবে আরও ভালো করা যায়। কোথায় কোথায় ডেভেলপমেন্ট এর স্কোপ আছে জানুন এবং সেই অনুযায়ী আপনার কাজ বেটার করুন। ফিডব্যাক এর ব্যাপারে অবশ্যই ওপেন মাইন্ড থাকতে হবে এতে করে আপনারই ভালো হবে। আর সেলফ জাজমেন্ট এর ব্যপারেও ক্লিয়ার থাকতে হবে নিজের আন্ডার কিংবা ওভার এস্টিমেট করা যাবেনা। প্রপার জাজমেন্ট করতে হবে আপনার নিজেকেই।

স্টেপ – ৬ এভাবে আপনার ডানা মেলেন

এ পর্যায়ে আপনি মানুষের জন্য কাজ করুন। আশ পাশের পরিচিত মানুষকে প্রয়োজনে ফ্রি সার্ভিস দেন। আপনার স্কিলের সত্যিকারের পরীক্ষা হয় এমন কাজ করুন। আস্তে আস্তে নিজের পোর্টফলিও বানান। বিভিন্ন জায়গায় কাজের জন্য পিচ করুন। আর প্রয়োজনে আরও নতুন নতুন স্কিল কিংবা ওই স্কিল এরই আরও গভীরে ডিগ ডাউন করুন। এক্সপার্টিস ডেভেলপ করুন।

লার্নিং একটি কন্টিনিউয়াস প্রসেস, আপনি যখন কাজ করবেন তখনও শিখতে থাকবেন। ইনফ্যাক্ট তখন আরও বেশি শিখবেন। সো কিপ লার্নিং। আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছে Learning Bangladesh.

Related Articles

ক্লায়েন্ট এপ্রোচ থেকে ডিল ক্লোজিং: স্টেপ বাই স্টেপ গাইড

ক্লায়েন্ট এপ্রোচ করার সঠিক পদ্ধতি যেকোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। একজন ক্লায়েন্টকে দক্ষভাবে এপ্রোচ করতে পারা মানে শুধুমাত্র একটি প্রজেক্ট জেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

বিভিন্ন প্যারেন্টিং স্টাইল: হেলিকপ্টার থেকে ফ্রি-রেঞ্জ পর্যন্ত

শিশুরা পৃথিবীতে আসার পর থেকেই তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সাহায্য করার জন্য অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। প্যারেন্টিং স্টাইল বা…

মোশন গ্রাফিক্স ডিজাইনার – ক্যারিয়ার হিসেবে কেমন এবং ভালো করার জন্য কি প্রয়োজন

যেকোনো একটা ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হয় যখন ভিডিওতে নরমাল এডিটিং এর পাশাপাশি ঠিকঠাক মতো মোশন গ্রাফিক্স এর কাজ থাকে। আজকে আপনাদের সঙ্গে গল্প করবো…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

Responses

Your email address will not be published. Required fields are marked *