যারা সময়ের সাথে এগিয়ে যেতে ভালবাসেন তাদের জন্য এই কোর্সটা অনেক অনেক কাজে আসবে।
প্রায় ৮ মাস আগে “MidJourney & ChatGPT কোর্সটা এনরোল করেছিলাম লার্নিং বাংলাদেশ প্লাটফর্ম থেকে। কাজের ফাঁকে ফাঁকে যখন সময় হতো একটা দু’টা ক্লাস দেখতাম।
১৫-১৬টা ক্লাস করে বিশাল গ্যাপ পড়ে যায় কিছু প্রজেক্টে কাজ থাকায়। তবে সেই ১৫-১৬ ক্লাস যে আমার প্রজেক্টে কি পরিমাণ কাজে লেগেছে বলে বোঝানো যাবে না। যারা সময়ের সাথে এগিয়ে যেতে ভালবাসেন তাদের জন্য এই কোর্সটা অনেক অনেক কাজে আসবে।
Responses