এক কোথায় অসাধারণ
আমি “লার্নিং বাংলাদেশ” থেকে চ্যাটজিপিটি ও মিডজার্নি নিয়ে সাব্বির আহমেদ ভাইয়ের একটি অসাধারণ কোর্স সম্পন্ন করেছি। তার শেখানোর পদ্ধতি খুবই সহজ ও স্পষ্ট, যা একজন নতুন শিক্ষার্থীর জন্যও সহজবোধ্য। এই কোর্স থেকে চ্যাটজিপিটির ক্ষমতা এবং মিডজার্নির মাধ্যমে সৃজনশীল কাজ করার দক্ষতা অর্জন করেছি। ফি-এর তুলনায় এর মূল্য অনেক বেশি। যারা এআই শিখতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
Responses