এর আগে ChatGPT নিয়ে আমার কোন আইডিয়া ছিল না
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, লার্নিং বাংলাদেশকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি এর আগে ChatGPT টির কোন আইডিয়া ছিল না। যে কাজটা এখন আমি ChatGPT দিয়ে করতে পারি এই কোর্স করার পর সেই কাজের জন্য আমি অনেক টাকা দিতাম এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য। সেজন্য আপনাদের এই কোর্সের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Responses