দক্ষ AI Prompt লেখা শেখার জন্য খুবই ভালো কোর্সটি
বর্তমানে প্রতিদিনই AI ব্যবহার করতে হয় আমাদের। AI-এর কাছ থেকে কোন একটি কাঙ্খিত উত্তর পেতে অনেক সময় ব্যয় হয়ে যায়। কোর্সটি স্বল্প সময় ব্যয় করে শুধুমাত্র দক্ষ প্রম্পট লিখে কীভাবে AI-এর কাছ থেকে বেস্ট আউটপুট বের করে নিতে হবে সেটা খুব সহজ ভাষায় পরিবেশন করে। বিভিন্ন ধরনের প্রম্পট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে কোর্সটি ভালো একটি অপশন হতে পারে।
Responses