অ্যাপ ছাড়াই যেভাবে মোবাইল দিয়েই প্রোফেশনাল প্রোফাইল পিক বানাবেন

যেহেতু আমাদের কোর্স সাবস্ক্রাইব করেছেন, সোশ্যাল সাইটের মেম্বার হয়েছেন আর জব পোর্টালে এপ্লাই করতে পারবেন তাই আপনাদের ক্যারিয়ার গড়ার দ্বায়িত্ব আমাদের।

আর এই যুগে ক্যারিয়ার গড়তে নিজ সোশ্যাল প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। কারণ ক্লায়েন্ট, কারেন্ট বা নেক্সট এমপ্লয়ার আপনার সোশ্যাল প্রোফাইল দেখেই আপনার সম্পর্কে অনেকটাই অনুমান করে ফেলবে।

তাই আপনার প্রোফাইলের অনেকগুলো পার্ট থাকলে সদর দরজা কিন্তু একটাই আর সেটা হচ্ছে প্রোফাইলে:

✅ আপনার নাম
✅ প্রোফাইল ছবি

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’, তাই বলে প্রোফাইল নামে বা আগে পরে ‘ড্রিমার বয় রাহাত’ বা ‘লাভার বয় রুহী’ দিয়ে রাখলে হবে না। এটা দেখতে যেরকম আনপ্রফেশনাল তেমনি অন্যদের কাছে আপনার ভ্যালু অনেক কমে যাবে।

আর হ্যা নামের ফন্টে কোনো ঝিকিমিকি স্ট্যাইল না রাখাটাও জরুরি।

প্রোফাইল ছবিটা হতে হবে অনেক বেশী প্রফেশনাল। প্রোপিক ভালো না হলে দেখবেন কাছের মানুষদের ম্যাসেজ দিলেও তারা সিন করছে না, রিপ্লাই দিবে দায়সারা ভাবে দিচ্ছে। আর অপরিচিত কাউকে কানেকশন রিকোয়েট পাঠালে তারা এক্সেপ্ট করছে না। আমরা যে স্ক্রিনশট দিয়েছি, এখানে প্রথম সারির ৩ জন, আর দ্বিতীয় সারির ১ জনের প্রোপিক একদম পারফেক্ট আছে।

যেভাবে মোবাইল দিয়েই প্রোফেশনাল প্রোফাইল পিক বানাবেন:


– প্রথমে যেকোনো ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে নিজের একটি ছবি তুলুন
– ছবি তোলার সময় আপনার ড্রেসআপ ও পর্যাপ্ত আলো এনসিউর করুন

গুগলে সার্চ করে ছবির পিছনে কিরকম ব্যাকগ্রাউন্ড দিবেন তা ডাউনলোড করে ফেলুন।

https://www.remove.bg/ এই সাইটে ভিজিট করে আপনার তোলা ছবিটি আপলোড করুন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ‘ডাউনলোড’ এর নিচে ‘Add Some Magic..’ বাটনে ক্লিক করুন

ছবিতে ক্লিক করে কর্ণারের এংকর পয়েন্ট ধরে প্রোপারলি রিসাইজ করুন ও চারপাশে পরিমিত স্পেস রাখুন।

ছবি রিসাইজ শেষে  নিচের ম্যানু থেকে এড বাটন ক্লিক করে শুরুতে নামিয়ে রাখা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসুন।

ব্যাকগ্রাউন্ড এড হওয়ার পর তা আগের ছবির মতো করেই রিসাইজ করে পুরো স্ক্রিন ঢেকে ফেলুন।

 ‘Add’ এর পাশে ‘Elements’ অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি ছবির নিচে নামিয়ে দিন।

এবার ফিউচার এডিটিং এর জন্য একটি নাম দিয়ে ছবিটি সেইভ করে ফেলুন।

 

সবশেষে এবার মোবাইলে ছবিটি নামিয়ে ফেলুন।

বিদ্র: শুরুতেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সাইন আপ করে ফেলতে পারেন। ১ ক্রেডিট ফ্রিতে পাবেন, যা দিয়ে HD রেজুলেশনে ছবি নামিয়ে ফেলতে পারবেন।

Related Articles

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

ক্লায়েন্ট এপ্রোচ থেকে ডিল ক্লোজিং: স্টেপ বাই স্টেপ গাইড

ক্লায়েন্ট এপ্রোচ করার সঠিক পদ্ধতি যেকোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। একজন ক্লায়েন্টকে দক্ষভাবে এপ্রোচ করতে পারা মানে শুধুমাত্র একটি প্রজেক্ট জেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

টেক প্রডাক্ট কিভাবে মার্কেটিং করবো?

আপনি কি লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে একটা লিডিং মোবাইল ওয়ালেটের বিজ্ঞাপনে বয়স্কদেরকে বেশি ফোকাস করা হচ্ছে? বা একটা মেজর টেলিকম কোম্পানি এখন বিজ্ঞাপনে বলে ‘কাছে…

Responses

Your email address will not be published. Required fields are marked *