Game Stories | Live Interview with Zamilur Rashid

প্রতি বছর বিশ্বে গেইম ইন্ডাস্ট্রির রেভিন্যিউ বাড়ছে। ২০১৯ সালে গ্লোবাল গেইম মার্কেট ১৫২.১ বিলিয়ন ডলার রেভিন্যিউ হিট করেছিল, যা ২০১৮ এর চাইতে ৯.৬% বেশী। এরমধ্যে মোবাইল গেইম মার্কেটই ৪৫% দখল করে আছে। সম্ভাবনাময় এই গেইম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে খুবই কমসংখ্যক গেইম স্টুডিও একটিভলি অপারেশন চালাচ্ছে, যার সাথে জড়িয়ে আছে অল্পকিছু সংখ্যক মানুষ। আর এই কম সংখ্যক মানুষদের মধ্যে জামিলুর রশিদ ভাই একজন।

জামিলুর রশিদ, বা জামিল ভাই দীর্ঘ ৫ বছর ধরে গেইম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। পড়ালেখাটা ইকোনোমিক্স এর উপর হলেও, গেইম ইন্ডাস্ট্রিতে কাজ করার ঝোক থেকে ২০১৫ সালে ‘গেইম ওভার’ নামে একটি ইন্ডি গেইম স্টুডিও শুরু করেন। এই স্টুডিওর ব্যানার থেকেই চমৎকার সব ছোট ছোট গেইম রিলিজ করেন। যেমন, ডাবল কিউব, লুমিয়াম, সোয়াইপ সান্তা, সহ বেশ কিছু গেইম।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

  1. গেইম ইন্ডাস্ট্রিতে আসার পিছনের গল্প
  2. – গেইম ইন্ডাস্ট্রিতে কি ধরণের চ্যালেঞ্জ ফেইস করছেন?
  3. গেইম ইন্ডাস্ট্রিটা সাইজ করকম?
  4. – কি কি ডিপার্টমেন্ট রয়েছে একটা গেইম স্টুডিওতে?
  5. – গেইম স্টডিওতে নন ডেভলপারদের কাজের ক্ষেত্র আছে কিনা? থাকলে কি কি?
  6. – গেইম এর মার্কেটিং আসলে কিরকম হয়ে থাকে? কিভাবে আপনারা KPI – Key Perfomance Indiator নির্ধারণ করে থাকেন?
  7.  – করোনা ইফেক্ট কিরকম পরছে গেইম ইন্ডস্ট্রিতে?
  8. – Ulka Games এর টিমের কার্যক্রম এ কোনো প্রকার পরিবর্তন আসছে কিনা?
  9. কেউ যদি গেইম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারবে?

২০১৭ সালে গেইমওভার আর পোর্টব্লিস একীভূত হয়ে তৈরি হয় মাইন্ডফিশার গেইমস। ওখানে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকা অবস্থায় রিলিজ হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক গেইম  ‘মুক্তিক্যাম্প’, যা এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ৫ লক্ষের বেশী ইন্সটল হয়েছে।

২০১৭ সালে গ্রামীনফোন, হোয়াইটবোর্ড ও ICT Division এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রথম ৩৬ ঘন্টার ভিডিওগেইম হ্যাকাথন গেইমজ্যাম অনুষ্ঠিত হয়ে, যেখানে জামিল ভাই প্রাইমারী সিলেক্টর, মেন্টর, ও জাজ হিসাবে ছিলেন।

২০১৮ সালে মাইন্ডফিশার গেইমস আলাদা হয়ে যায় । জামিল ভাই গঠন করেন উল্কা গেইমস । ২০১৮  এর শেষে উল্কার প্রাইমারী ইনভেস্টর হিসেবে যোগ দেয় বেঙ্গালুর ভিত্তিক গেইম স্টুডিও মুনফ্রগ ল্যাবস । Ulka Games এর ব্যানার থেকে রিলিজ হওয়া ‘Adda : 29 Card Game, Callbreak, Hazari & Solitaire’ গেইমটি এখন পর্যন্ত ১০ লক্ষের বেশী ডাউনলোড হয়েছে।

লাইভ ইন্টারভিউ

 

জামিল ভাইয়ের সাথে ১২ এপ্রিল রাত ৮টায় লাইভ ইন্টারভিউতে আমরা কথা বলবো গেইম ইন্ডাস্ট্রিতে উনার জার্নি, নতুনদের কাজের ক্ষেত্র, সম্ভবনা – সবকিছু নিয়ে। আপনারা যারা লাইভ সেশনটি অংশ নিতে চাচ্ছেন তাঁরা নিচের ফর্মটি ফিলাপ করে ফেলুন, আর চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!

Error: Contact form not found.

Related Articles

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

টেক প্রডাক্ট কিভাবে মার্কেটিং করবো?

আপনি কি লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে একটা লিডিং মোবাইল ওয়ালেটের বিজ্ঞাপনে বয়স্কদেরকে বেশি ফোকাস করা হচ্ছে? বা একটা মেজর টেলিকম কোম্পানি এখন বিজ্ঞাপনে বলে ‘কাছে…