Future of Data Analysis
সামি ভাই। কর্পোরেট লেভেলে পরিচিত সামি হক নামেই। ২০০৮ এ চাকুরী শুরু করেন NovoTel এ। প্রথমে Billing নিয়ে কাজ করলেও , এরপর Revenue Assurance, নিয়ে কাজ করা শুরু করেন । অতঃপর Routing and Dispute Management এ এবং এখন প্রতিনিধিত্ব করছেন Product & Marketing এর। কর্পোরেট ট্রেইনিং এর দায়িত্বে আসেন ২০১২ তে। এরপর ২০১৯ এ শুরু করেন সফটওয়্যার ফার্ম “BitHut” এর। এরপর কর্পোরেট লেভেলে এবং ক্লায়েন্ট দের জন্য আউট অফ দ্যা বক্স সলিউশান ডেভলাপ করা শুরু করেন। CRM এবং HR ছাড়াও কাজ করেছেন চ্যারিটিমূলক সাইট নিয়ে। www.wordbyworddua.com ও তাদের ই ডেভলাপ করা একটি সাইট যেখান থেকে যে কেউ চাইলেই একটি দু’আ এর প্রতি শব্দের অর্থ আলাদা করে জানতে পারে। এছাড়াও কাজ করছেন www.bithut.care নিয়ে , যেখানে তারা সাহায্য করছেন মধ্যবিত্ত পরিবারের এমন সব মানুষদের যারা হারিয়েছেন চাকুরী কিংবা পাচ্ছেন না বেতন । সেসব মানুষ এই ওয়েবসাইটে এসে সাহায্যের চাইলেই দ্রুত সাড়া দিচ্ছেন bithut.care এর সবাই । ইতিমধ্যে মোটামুটি ২০০ জনকে সাহায্য করেছেন তারা। বাকি গল্প শুনবো সামি ভাই এর মুখ থেকেই । তো কথা হচ্ছে এই বুধবার, ৬ মে ২০২০, রাত ৯ টা থেকে লাইভে।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – ভাইয়া নোভোটেল এ আসার আগের গল্পটা জানতে চাচ্ছিলাম , শুরুটা কিভাবে হয়েছিলো । ইচ্ছে ছিলো কি নিয়ে কাজ করার ?
- – Data Analysis ই কেন বেছে নিলেন? আকর্ষন করেছে কোন জিনিসটা ?
- – Data Analysis এর সেক্টর গুলো কি? এতে নতুন দের জন্য সম্ভাবনা কেমন ?
- – ট্রেইনিং সেক্টরে কাজ করতে কেমন লাগে ? কেনই বা ট্রেইনিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলা?
- – “BitHut” কেন কিভাবে শুরু করেছিলেন ? কতটা ডেডিকেশান ছিলো এই ফার্ম কে নিয়ে ?
- – সফলতার জন্য এই সেক্টরে নতুনদের কে কি বলবেন ? শূন্য থেকে কেই এ সেক্টরে এসে ভালো করতে চাইলে কি করতে হবে ?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
৬ মে রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে এই সবগল্প সহ সামনের দিনের ডাটা এনালাইসিস কিরকম হতে পারে তা আমরা আলাপ করবো। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!