Design Stories | Live Interview of Sanjay Biswas

প্রতি বছর বিশ্বে গ্রাফিক ডিজাইন সেক্টরে রেভিন্যিউ বাড়ছে। জরিপ চালিয়ে দেখা যায় যে ২৫ শতাংশ ক্ষেত্রেই এসব ডিজাইনার রা স্বপ্রোনদিত ভাবেই শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করে। সমগ্র বিশ্বে একজন গ্রাফিক ডিজাইনের বাৎসরিক আয় গড়ে ৫০ হাজার মার্কিন ডলার। আমাদের দেশেও গ্রাফিক ডিজাইন কে পুজি করেই এগিয়ে যাচ্ছে হাজার তরুন। অন্য কোনো চাকুরী বা ব্যবসা ছাড়াই শুধুমাত্র গ্রাফিক ডিজাইন কেই পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা নির্বাহ করছে তারা। আর এরই মাঝে প্রতিযোগীতার দৌড়ে যারা এগিয়ে আছেন, তাদের মধ্যেই একজন হচ্ছেন আমাদের সঞ্জয় ভাই । 

সঞ্জয় বিশ্বাস, বা সঞ্জয় ভাই দীর্ঘ ৬ বছর ধরে গ্রাফিক ডিজাইনের সেক্টোরে কাজ করছেন। কলেজের চৌকাঠ পেরিয়ে ২০০৮ সালে ঢুকে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। চান্স হয়ে গেল চারুকলার জনপ্রিয় সাবজেক্ট গ্রাফিক ডিজাইনে।  এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি, বিশ্ববিদ্যালয় ছেড়ে বের হতে না হতেই ঢুকে গেলেন চ্যানেল নাইনে। এনিমেশান স্টুডিও Dreamer Donkey তে কিছুদিন কাজ করে তারপর এখন ভিজুয়ালাইজার হিসেবে প্রান-আর এফ এল গ্রুপ।

কর্পোরেট লাইফের বাইরেও সোশাল সাইটে,টাইপোগ্রাফিতে বার বার নিজের অবস্থান জানান দিয়েছেন সঞ্জয় ভাই। এখন আবার নিজেকেই নিজে চ্যালেঞ্জ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন 365 days Typography Challange এ। প্রতিদিন একটী করে টাইপোগ্রাফি করছেন দেশের বর্তমান অবস্থার সাথে তাল মিলিয়ে।

 

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

 

  1. – কোয়ারেন্টাইনের সময়গুলো কিরকম কাটছে? আপনার অফিসের কার্যক্রম এ কোনো প্রকার পরিবর্তন আসছে কিনা?
  2. – গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসার পিছনের গল্পটি যদি আমাদের সাথে শেয়ার করতেন
  3. – এক্সাটলি কি কি ডিপার্টমেন্ট রয়েছে গ্রাফিক ডিজাইন সেক্টরে?
  4. – গ্রাফিক ডিজাইনের সেক্টরে হাতে কলমে ছবি আকতে খুব বেশী দক্ষ নয় এমন মানুষের কাজের ক্ষেত্র আছে কিনা? থাকলে কি কি?
  5. – গ্রাফিক ডিজাইন এর মার্কেটিং আসলে কিরকম হয়ে থাকে? কিভাবে আপনারা একটি ডিজাইন কে দশজনের ডিজাইন থেকে আলাদা করে গড়ে তুলেন?
  6. – কেউ যদি গ্রাফিক ডিজাইনের সেক্টরে কাজ শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারবে?
  7. – এই সেক্টরে কি ধরণের চ্যালেঞ্জ ফেইস করছেন?

রেজিস্ট্রেশন করুন

Error: Contact form not found.

সঞ্জয় ভাইয়ের সাথে ১৮ এপ্রিল রাত ৮টায় লাইভ ইন্টারভিউতে আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইন সেক্টরে উনার জার্নি, নতুনদের কাজের ক্ষেত্র, সম্ভবনা – সবকিছু নিয়ে। আপনারা যারা লাইভ সেশনটি অংশ নিতে চাচ্ছেন তাঁরা নিচের ফর্মটি ফিলাপ করে ফেলুন, আর চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!

১৮ এপ্রিল রাত ৮ টায় এই লাইভ ইন্টারভিউটি প্রচারিত হবে আমাদের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেল থেকে।

Related Articles

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

বিভিন্ন প্যারেন্টিং স্টাইল: হেলিকপ্টার থেকে ফ্রি-রেঞ্জ পর্যন্ত

শিশুরা পৃথিবীতে আসার পর থেকেই তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সাহায্য করার জন্য অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। প্যারেন্টিং স্টাইল বা…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…