How To Start A Startup

শাহ পরান ভাই। একরাশ আত্মবিশ্বাস সাথে নিয়ে বাংলাদেশের স্টার্ট আপের রাজ্যে রাজ করা এই মানুষটা শুরুটা করেছিলেন এই “HandyMama” নিয়েই । HandyMama মূলত হাউজহোল্ড সার্ভিস বুক করার একটি প্লাটফর্ম। যেখানে যে কেউ এপ, কল সেন্টার এবং ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সার্ভিস বুক করতে পারবে। HandyMama সবচে নিকটবর্তী এবং দক্ষ সার্ভিস প্রোভাইডার এর সাথে যোগাযোগ করিয়ে দেবে মূহুর্তেই। শুরুটা হয়েছিলো ২০১৫ সালের মে মাসে ঢাকায় ই। এই পর্যন্ত ৮০,০০০+ বাসা এবং ৫০০০+ অফিসে সার্ভিস দিয়েছে এই HandyMama। কাজ করছেন যাতে সারা ঢাকা শহরে HandyMama একটা Household name হয়ে যায় এবং সার্ভিস পৌছে দিতে পারেন আধা ঘন্টার মধ্যে। কর্মসংস্থান করেছেন ৩০০০ এর ও বেশী মানুষের। লক্ষ্য রয়েছে আগামী দশ বছরে কমপক্ষে ২০,০০০ এর বেশী কর্মসংস্থান তৈরি করার।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

  1. – পরান ভাই, এই স্টার্ট আপের সেক্টরে আসার পেছনের গল্পটা যদি বলতেন ।
    – স্টার্ট আপ কে কেন আলাদা চোখে দেখেন ? ট্রেডিশনাল বিজনেস ও স্টার্টআপ এর মধ্যে পার্থক্যটি কোথায়?
  2. – কেন স্টার্ট আপ ?  কেন শুরু করেছিলেন ? ঝুকি ছিলো হেরে যাবার, এত আত্মবিশ্বাস কিভাবে পেলেন ?
  3. – নতুনরা স্টার্ট আপ এর শুরুটা কিভাবে করবে?
  4. – একটা স্টার্ট আপে Fundraise কিভাবে করতে হয় ?
  5. – একটা স্টার্ট আপ এর আইডিয়া জেনারেট করার সিস্টেম গুলো কি ?

 

রেজিস্ট্রেশন করুন

Error: Contact form not found.

৭ মে রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে স্টার্টআপ বিজনেস বানানোর গল্প শুনবো শাহ পরান ভাইয়ের কাছ থেকে। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!

Related Articles

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

টেক প্রডাক্ট কিভাবে মার্কেটিং করবো?

আপনি কি লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে একটা লিডিং মোবাইল ওয়ালেটের বিজ্ঞাপনে বয়স্কদেরকে বেশি ফোকাস করা হচ্ছে? বা একটা মেজর টেলিকম কোম্পানি এখন বিজ্ঞাপনে বলে ‘কাছে…

Women in Startup

Saraban Tahura Turin কিংবা তুরিন আপু,একজন সফল অনলাইন বিজনেসম্যান তথা প্রবলেম সলভার । এখন পর্যন্ত স্টার্ট আপে বারবার নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। কাজ করেছেন Business…