মাইক্রো মোমেন্ট!
আমি ঠিক এই মূহুর্তে আমার মামাতো বোনের গায়ে হলুদে আছি। আমার হাতে স্মার্টফোন, আমি এই গ্রুপের জন্য লিখছি। এটাই হচ্ছে একটা মাইক্রো মেমেন্ট।
ঠিক এই কাজটা আমরা সবাই কম বেশি প্রতিদিন করে থাকি। মেলায় ঘোরাঘুরি করছি, স্মার্টফোন বের করলাম, ব্রাউজ করে নতুন একটা আর্টিকেল দেখলাম পড়া শুরু করে দিলাম, বা অফিসের মিটিং এ বসে আছি, আনমনে স্মার্টফোন বের করলাম, সাজকের ট্যুর রিলেটেড পোস্ট দেখলাম। ব্যাস ডিশিসন নিয়ে নিলাম চলে যাবো। গুগল এই বিষয়টার নাম দিয়েছে মাইক্রো মোমেন্ট।
আমরা সাধারণত ৪ ধরণের কাজ করে থাকি মাইক্রো মোমেন্ট থাকা অবস্থায়:
– আমি কিছু সম্পর্কে জানতে চাই
– আমি কোথাও যেতে চাই
– আমি কিছু একটা করতে চাই
– আমি কিছু একটা কিনতে চাই
গুগলের ভাষায়..
They are intent-rich moments when decisions are made and preferences shaped. In these moments, consumers’ expectations are higher than ever. The powerful computers we carry in our pockets have trained us to expect brands to immediately deliver exactly what we are looking for when we are looking. We want things right, and we want things right away.
গুগল রিসার্চ করে দেখেছে ৬৯% ট্রাভেলার নতুন কোন জায়গায় ট্রাভেল করার ডিসিশন নেয় যখন তারা সাবওয়েতে লাইন ধরে অপেক্ষা করে ট্রেনের জন্য।
৯১% স্মার্টফোন ইউজার কোন একটা কাজ করার সময়ই অই কাজ নিয়ে গুগলে সার্চ করে।
৮২% ইউজার সুপারশপে দাড়িয়ে স্মার্টফোনে সার্চ করে কি কেনা যেতে পারে।
গুগল এর মতে সাকসেসফুল ব্র্যান্ড তারাই হবে যারা কিনা সামনের দিনগুলোতে মাইক্রো মোমেন্টের উপর বেইজ করে ডিজিটাল মার্কেটিং নিশ্চিত করতে পারবে। গুগল মাইক্রো মোমেন্ট নিয়ে ২০১৫ সালে আর্টিকেল পাবলিশ করে যে সময় বাংলাদেশের স্মার্টফোন ইউজার ছিল ৮০ লাখ। ৫ বছর পর ২০২০ সালে এসে বাংলাদেশে স্মার্টফোন ইউজার দাড়িয়েছে ১ কোটি ৬০ লাখে। তাই বলতে পারেন বাংলাদেশের জন্য মাইক্রো মোমেন্ট ট্রেন্ড জাস্ট শুরু হলো।
কিন্তু মাইক্রো মোমেন্ট কাজে লাগিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?
এটা নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানাতে চাই শুধুমাত্র এই গ্রুপের মেম্বারদের জন্য। সাথেই থাকুন!