Software Development Stories | Live Interview
মোশাররফ রুবেল ভাই দীর্ঘ ৮ বছর ধরে সফটওয়্যার ও অ্যাপ ডেভলপমেন্ট এর সাথে যুক্ত আছেন। ৮ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন আজকেরডিল, ICT Division সহ ৪টির মতো অর্গানাজেশনে। এর পাশাপাশি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত সাউথইস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পার্টটাইম লেকচারার হিসাবে ছিলেন।
বর্তমানে নিজের দুইটি প্রতিষ্ঠান ThatQuick ও Qtec Solution এ ফুলটাইম সময় দিচ্ছেন।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসার পিছনের গল্প
- – সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি ধরণের চ্যালেঞ্জ ফেইস করছেন?
- – সফটওয়্যার ডেভ্লপমেন্টের কোন কোন সেগমেন্টে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল?
- – এই ইন্ডাস্ট্রির সাইজ করকম?
- – কেউ যদি শূণ্য থেকে সফটওয়্যার ডেভলপার হতে চায় তার জন্য কোনো সুযোগ আছে কি?
- – বিগ ডাটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
- – বিগ ডাটা নিয়ে কেন পুরো বিশ্বে এতো মাতামাতি হচ্ছে?
- – বাংলাদেশে বিগডাটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
লার্নিং বাংলাদেশ স্টোরিজ এর ২য় পর্ব থেকে রুবেল ভাইয়ের সফটওয়্যার, অ্যাপ ডেভলপমেন্ট ও বিগ ডাটা নিয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার গল্প শুনবো।
১৪ এপ্রিল রাত ৮ টায় এই লাইভ ইন্টারভিউটি প্রচারিত হবে আমাদের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে।