• No products in the cart.

The Journey of an Entrepreneur

পারভেজ ভাই। ২০০৫ সালে একটা চাকুরীতে ঢোকেন ওয়েব ডেভেলপার হিসেবে। মাত্র এক বছর পরই ২০০৬ সালে নিজের সফটওয়ার ফার্ম খুলে বসেন। দু’বছরের মত কাজ করার পর ভেঙে যায় দলটি। এরপর ২০০৯ সালে আসেন ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সার ডট কম এ শীর্ষ ১০ ফ্রিল্যান্সার এর মধ্যে ঢুকে যান খুব কম সময়ের ব্যাবধানে। এরপর ২০১০ সালে খোলেন ThemeXpert. সেই থেকে এটি নিয়েই আছেন। এই ৯-১০ বছরে পার করেছেন নানান চ্যালেঞ্জ, সামলেছেন বিশাল অংকের হিসেব। বাকি গল্প শুনবো তার মুখ থেকেই। পারভেজ ভাই আসছেন লাইভে আগামী রবিবার রাত ১০ টায়।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

 1. -পারভেজ ভাই, এই প্লাটফর্মে আসার পেছনের গল্প টা জানতে চাচ্ছিলাম।
 2. -একজন entrepreneur হিসেবে এই জায়গাটা কতটা প্রাপ্তির বলে আপনি মনে করেন ?
 3. -ThemeXpert মূলত কাদের নিয়ে কাজ করে, কি কাজ সামলায় ?
 4. -একজন নতুন উদ্যোক্তা হিসেবে একজন মানুষের কি কি মাথায় রাখা প্রয়োজন?
 5. -ফ্রিল্যান্সিং একজনকে তার কাজে দক্ষ হতে কতটা সহায়ক?
 6. -আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, একজন নতুন উদ্যোক্তা কে কি কি ঝামেলা পোহাতে হয় ?
 7. -দীর্ঘ ১০ বছর ধরে একটা কোম্পানি নিয়েই আছেন, কিভাবে সামলেছেন সবকিছু ?
 8. -একজন নতুন গ্রাজুয়েট কেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাইবে ?

রেজিস্ট্রেশন করুন

  ১০ মে রাত ১০টায় ফেইসবুক লাইভ থেকে আইটি কোম্পানি বানানো ও সফল্ভাবে ১০ বছর ধরে রাখারা গল্প শুনবো পারভেজ ভাইয়ের কাছ থেকে। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!

  May 25, 2020