ডিজাইনের একটা ভুল এলাইনমেন্ট ইস্যু নির্ধারণ করেছিল আমেরিকার প্রেসিডেন্ট। ডিজাইন হেলাফেলার বিষয় না।
২০০০ সালের আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ইলেকশনে বিজয়ী আল্টিমেটলি নির্ধারণ হয় ফ্লোরিডার কেন্দ্রে। যেখানে মাত্র ৫ টি ইলেক্ট্রোরাল ভোটের নির্ধারণে জর্জ ডাব্লিউ বুশ জিতে যায় আল গোর এর বিপক্ষে।
আমেরিকার ইতিহাসে এই ইলেকশন ছিল সবচেয়ে কাছাকাছি ভোটে জিতে যাওয়ার ইতিহাস।
শুধুমাত্র ব্যালেট পেপারের ডিজাইনের কারণে আল গোর হেরে যায়ম, এবং বুশ জিতে যায়। কাহিনীটি ঘটে ফ্লোরিডাতে। ব্যাপক পরিমানে মিস ভোট, ডাবল ভোট, আর ভুল ভোট ধরা পরে, যার কারণে এইসকল ভোট বাতিল হয়ে যায়।
কিন্তু এতো পরিমাণে মিস ভোট হবার পিছনে কারণ কি ছিল?