Women in Startup
Saraban Tahura Turin কিংবা তুরিন আপু,একজন সফল অনলাইন বিজনেসম্যান তথা প্রবলেম সলভার । এখন পর্যন্ত স্টার্ট আপে বারবার নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। কাজ করেছেন Business Development, Accelerator Program Design, IT consulting ইত্যাদি নানা সেক্টরে । ১৮ বছর বয়সে CSE ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের তরুনীর স্টার্ট আপ বিজনেস যে তার ক্যারিয়ার ই হতে চলেছে এটা হয়তো তিনি নিজেও ভাবেননি। তারই আরেক কোম্পানি Binary Crew ৬৪ জেলায় সাহায্য করছে লক্ষাধিক শিশুদের কে । এছাড়াও চষে বেড়িয়েছেন নানান সেক্টর, কখনো থিয়েটারের শিল্পী, কখনো আরজে,কখনো আবার ফটোগ্রাফার। ইচ্ছে তার বাংলাদেশের সবচে বড় স্টার্টআপ প্লাটফর্ম বানাবার।শুরু করেন Turtle venture নিয়ে কাজ । Turtle venture মূলত Startup ecosystem নিয়ে কাজ করে থাকে। বাইরে থেকে আনেন International Accelator .বেইজিং থেকে আনার পর এ বছর ই আবার আনবেন সাউথ আফ্রিকা থেকে। আবার সব ঠিক থাকলে nationwide entrepreneurship roadshow ও করতে চান এই বছর ই ।এছাড়াও ২ বছর ধরে আছেন “Karigor” নিয়ে । শুনবো তার নানান সেক্টরের গল্প তার মুখ থেকে।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – একজন উদ্যোক্তা হিসেবে নিজের চিন্তার উপর এত বিশ্বাস অর্জন করলেন কি করে ?
- – ২য় সেমিস্টারের ছাত্রী হিসেবে যখন সবটা শুরু করেন, আশেপাশের সাহায্য কতোটা পেয়েছেন?
– Turtle venture মূলত কি ধরনের সমস্যা সমাধান করে এবং একে নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা টি ঠিক কেমন ?
– এছাড়াও কাজ শুরু করছেন “Karigor” নিয়ে। আজ থেকে বছর পাচেক পর “কারিগর” কে কোথায় দেখতে চান ? - – নানান সেক্টরে শুরু করেছেন নানান কিছু , সবচেয়ে বেশী আকর্ষন করেছে কোনটি এবং কেন ?
- – একজন শূন্য থেকে শুরু করা মানুষ থেকে এতটা পথ আসতে সবচে বেশী সাহায্য করেছে কোনটী ?
- – একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনদের সম্ভাবনা কতটা ?
- – উদ্যোক্তা হিসেবে প্রচলিত শিক্ষা ঠিক কতটা উপকারী বলে মনে করেন ?
- – শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলা এই দেশের মূল সমস্যা টা ঠিক কোথায় ?
রেজিস্ট্রেশন করুন
[contact-form-7 id=”1887″ title=”Blog”]
৩০ তারিখ রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে এই সবগল্প সহ সামনের দিনের কাজের ক্ষেত্র কিরকম হতে পারে তা আমরা আলাপ করবো। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!