Women in Startup
Saraban Tahura Turin কিংবা তুরিন আপু,একজন সফল অনলাইন বিজনেসম্যান তথা প্রবলেম সলভার । এখন পর্যন্ত স্টার্ট আপে বারবার নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। কাজ করেছেন Business Development, Accelerator Program Design, IT consulting ইত্যাদি নানা সেক্টরে । ১৮ বছর বয়সে CSE ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের তরুনীর স্টার্ট আপ বিজনেস যে তার ক্যারিয়ার ই হতে চলেছে এটা হয়তো তিনি নিজেও ভাবেননি। তারই আরেক কোম্পানি Binary Crew ৬৪ জেলায় সাহায্য করছে লক্ষাধিক শিশুদের কে । এছাড়াও চষে বেড়িয়েছেন নানান সেক্টর, কখনো থিয়েটারের শিল্পী, কখনো আরজে,কখনো আবার ফটোগ্রাফার। ইচ্ছে তার বাংলাদেশের সবচে বড় স্টার্টআপ প্লাটফর্ম বানাবার।শুরু করেন Turtle venture নিয়ে কাজ । Turtle venture মূলত Startup ecosystem নিয়ে কাজ করে থাকে। বাইরে থেকে আনেন International Accelator .বেইজিং থেকে আনার পর এ বছর ই আবার আনবেন সাউথ আফ্রিকা থেকে। আবার সব ঠিক থাকলে nationwide entrepreneurship roadshow ও করতে চান এই বছর ই ।এছাড়াও ২ বছর ধরে আছেন “Karigor” নিয়ে । শুনবো তার নানান সেক্টরের গল্প তার মুখ থেকে।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – একজন উদ্যোক্তা হিসেবে নিজের চিন্তার উপর এত বিশ্বাস অর্জন করলেন কি করে ?
- – ২য় সেমিস্টারের ছাত্রী হিসেবে যখন সবটা শুরু করেন, আশেপাশের সাহায্য কতোটা পেয়েছেন?
– Turtle venture মূলত কি ধরনের সমস্যা সমাধান করে এবং একে নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা টি ঠিক কেমন ?
– এছাড়াও কাজ শুরু করছেন “Karigor” নিয়ে। আজ থেকে বছর পাচেক পর “কারিগর” কে কোথায় দেখতে চান ? - – নানান সেক্টরে শুরু করেছেন নানান কিছু , সবচেয়ে বেশী আকর্ষন করেছে কোনটি এবং কেন ?
- – একজন শূন্য থেকে শুরু করা মানুষ থেকে এতটা পথ আসতে সবচে বেশী সাহায্য করেছে কোনটী ?
- – একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনদের সম্ভাবনা কতটা ?
- – উদ্যোক্তা হিসেবে প্রচলিত শিক্ষা ঠিক কতটা উপকারী বলে মনে করেন ?
- – শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলা এই দেশের মূল সমস্যা টা ঠিক কোথায় ?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
৩০ তারিখ রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে এই সবগল্প সহ সামনের দিনের কাজের ক্ষেত্র কিরকম হতে পারে তা আমরা আলাপ করবো। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!