A Chartered Accountant & His Dream for Animation

ইমরান চৌধুরী । বাবা মায়ের একমাত্র ছেলে; বাবা মায়ের ইচ্ছেতেই CA পড়ার জন্য পাড়ি জমান জন্মভূমি থেকে ৮০৮৭ কিলোমিটার দূরে, ব্রিটেনে। পড়তে গেলেন CA, সাথে শেষ করে ফেললেন MBA; কিন্তু মনের ভেতর ভালোবাসা জমিয়ে রেখেছেন Animation এর জন্য। সময় পেলেই শিখেছেন, কথা বলেছেন সবার সাথে। ৭ বছর পর ২০১১ তে UK থেকে ফিরলেন বাংলাদেশে। এসেই Ericsson এ জয়েন করলেন Financial Analyst হিসেবে। আড়াই বছর কাজ করলেন এক নাগাড়ে। এরপর British American Tobacco তে Assistant Commercial Finance Manager হিসেবে জয়েন করলেন। ২০১৩-২০১৭ পর্যন্ত supply chain management নিয়ে কাজ করলেন এখানেই । এরপর আবার জেগে উঠলো Animation এর প্রতি ভালবাসা । অনেককেই বললেন একথা, সবাই জানালেন এদেশে এটা চলবে না। একরকম চ্যালেঞ্জ হিসেবে নিয়েই সব ছেড়েছুড়ে খুলে বসলেন ChalkDust Studio, নিজের দল নিয়ে রিসার্চে নামলেন কেন এ এনিমেশান এ দেশে সম্ভব নয়! প্রায় আড়াই বছর পর ধরতে পারলেন এ ইন্ডাস্ট্রির মূল সমস্যা। ২০১৮ তে ফ্রিউইল এনিমেশান থেকে বের হয়ে এসে অনেকটা টিকে থাকার জন্যই শুরু করলেন Commercial Animation and motion graphics. এরপর হটাত-ই দুই কলিগ দেশের বাইরে চলে গেলেন,একা হয়ে পড়লেন ইমরান ভাই। ২০১৯ এ বন্ধ করে দিলেন শখের ChalkDust Studio। 

https://www.facebook.com/imran.neutron/videos/10157706669602182/

এরপর তার পড়াশোনার বিষয় কে কাজে লাগিয়েই আবার এগিয়ে যেতে লাগলেন, সাথে রইলো শখের Animation. ২০১৯ এর জুলাই তে জয়েন করেন Walton এ। এখন আছেন Walton এই Deputy Operative Director হিসেবে। শুনবো তার গল্প তার মুখ থেকেই এই মঙ্গলবার , ৫ ই মে।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

  1. – এনিমেশান এর প্রতি ভালবাসা তৈরি হবার গল্পটা আমাদের বলুন ভাইয়া
  2. – দীর্ঘ সময় জুড়ে সম্পন্ন করেছেন CA আর MBA , তারপর ও কেন এনিমেশান ?
  3. – দেশে ফিরে আসার কারন কি ছিলো? চাইলে তো বাইরেই এনিমেশান নিয়ে কাজ করতে পারতেন।
  4. – দেশে ফিরে কাজ করেছেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে , সেসময় কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন ?
  5. – দেশে ফিরে দীর্ঘ ৬ বছর পর তৈরি করেন ChalkDust Studio, এটা নিয়ে কত বড় স্বপ্ন ছিলো?
  6. – এখন কাজ করছেন স্বনামধন্য কোম্পানিতে ভালো পোস্ট এ, এই জায়গা টা তৈরি করতে কি করতে হয়েছে ? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটা সাহায্য করেছে ?
  7. – এখনও পাশে চালিয়ে যাচ্ছেন এনিমেশান, এটা নিয়ে ভবিষ্যত চিন্তা কি?
  8. – নতুনদের জন্য এ দুটি প্লাটফর্ম কোনটায় কাজ করার কেমন সুযোগ রয়েছে ?

রেজিস্ট্রেশন করুন

Error: Contact form not found.

এই মঙ্গলবার রাত ৯ টা থেকে শুনবো ইমরান ভাইয়ের গল্প, চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজের লাইভে!

Related Articles

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

ক্লায়েন্ট এপ্রোচ থেকে ডিল ক্লোজিং: স্টেপ বাই স্টেপ গাইড

ক্লায়েন্ট এপ্রোচ করার সঠিক পদ্ধতি যেকোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। একজন ক্লায়েন্টকে দক্ষভাবে এপ্রোচ করতে পারা মানে শুধুমাত্র একটি প্রজেক্ট জেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…