Digital Marketing | Story From New Zealand
আবদুল্লাহ আল আসিফ ভাই দীর্ঘ দিন ধরে ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছেন। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন কেবল মাত্র নিজের প্যাশনের জায়গা থেকে। একজন মানুষ কম্পিউটার সাইন্সে ব্যাচেলার ডিগ্রী সম্পন্ন করে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়ে ফেলেছেন এটা ভাবলেই অবাক হতে হয় প্রতিবার। এর জন্য তাকে পার হতে হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ এবং ভরসা রাখতে হয়েছে নিজের উপর।
বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করছেন। অফিসে ফুলটাইম সময় দিচ্ছেন ইমেইল মার্কেটিং এর পারফর্মেন্স মনিটরিং এ। এরই মাধ্যমে আসিফ ভাইয়ের Analytics, Website Data Insights নিয়ে কাজ করার সুযোগ হয়েছে প্রচুর। গুগল পার্টনার হিসাবে সবার চাইতে ভালো পারফর্ম করায় গুগল থেকে পেয়েছেন বাইক ও হ্যান্ডমেইড সার্টিফিকেট। Data নিয়ে কাজ করার অসীম পারদর্শীতার জন্য কলিগদের কাছে “Data Wizard” খেতাব পেয়েছেন বহু আগেই। কারণ আসিফ ভাই বলতে পা্রেন বিজনেস এনালিটিক্স দেখে পারফরমেন্স কেমন হচ্ছে এবং ইম্প্রোভ করার জন্য কী ধরনের স্টেপ নিতে হবে।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – কম্পিউটার সায়েন্স থেকে ডিজিটাল মার্কেটিং এ আসার পিছনের গল্প
- – একজন CSE গ্রাজুয়েট হয়ে ডিজিটাল মার্কেটিং এ কি ধরণের এক্সট্রা বেনিফিট পাওয়া সম্ভব
- – গুগল এড, পার্টনার হিসাবে কাজ করার অভিজ্ঞতা
- – মার্কেটিং API, Big Data, Analytics নিয়ে কাজ করার অভিজ্ঞতা
- – ইমেইল মার্কেটিং এর চাহিদা নিউজিল্যান্ডে কি রকম?
- – ইমেইল মার্কেটিং বাংলাদেশে কাজ করে না, এটা কি সত্য? যদি না করে তাহলে এর পিছনে কারণগুলো কি কি?
- – ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কি ধরণের চ্যালেঞ্জ ফেইস করছেন?
- – বাংলাদেশের কেউ যদি নিউজিল্যান্ডের মতো দেশে ডিজিটাল মার্কেটিং কাজ করতে চায় তাহলে কীরকম স্কোপ আছে?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
২২ এপ্রিল রাত ৮ টায় আসিফ ভাইয়ের সাথে আমাদের এই লাইভ ইন্টারভিউটি প্রচারিত হবে ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে।