ডিজিটাল মার্কেটিং এর ফিউচার
দীর্ঘদিন ধরে আরাফাত ভাই ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছেন। বর্তমানে ACI এর একটা কনসার্ণের ডিজিটাল মার্কেটিং দেখছেন। পাশাপাশি SEO, Social Media Marketing, Email Campaign, সর্বপরি ডিজিটাল মার্কেটিং ট্রেইনিং দিচ্ছেন। ১৫০০+ স্টুডেন্ট ইতোমধ্যে ডিজিটাল মার্কেটিং ট্রেইনিং নিয়ে সফলভাবে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং পেশার সাথে যুক্ত হতে পেরেছেন।
কর্পোরেট জীবন শুরু করেছিলেন SEO Specialist হিসেবে BDTASK এ। সফটও্যার বেইসড এই কোম্পানিতে দিয়েছেন প্রচুর সময়। দিনরাত কাজ করেছেন, পেয়েছেন বার বার সাফল্য । ২০১৪ থেকেই ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে থাকা আরাফাত ভাই সংগ্রহ করেছেন প্রচুর অভিজ্ঞতা, পার করেছেন নানান চড়ুই উতরাই।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসার পেছনের গল্পটা কেমন ছিল?
- – কোন স্কিল এই সেক্টরে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশী সাহায্য করেছে ?
- – ডিজিটাল মার্কেটিং এর ট্রেইনিং খাতে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশী গুরুত্ব দেন ?
- – একজন সফল ট্রেইনার হিসেবে আপনার গল্পটা শুনতে চাই
- – এসব ট্রেইনিং একজন মানুষকে এই সেক্টরে ঠিক কতটা সাহায্য করতে পারে ?
- – শূন্য থেকে শুরু করা একজন এর জন্য এই সেক্টর কতটা কঠিন ?
- – সফলতার পেছনে ট্রেডিশনাল এডুকেশান ঠিক কতোটা সাহায্য করেছিলো ?
- – SEO নিয়ে বর্তমান বিশ্বে এত মাতামাতি কেন?
- – আপনার চোখে সামনের দিনের ডিজিটাল মার্কেটিং কিরকম হতে পারে?
রেজিস্ট্রেশন করুন
[contact-form-7 id=”1887″ title=”Blog”]
২৯ তারিখ রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে এই সবগল্প সহ সামনের দিনের ডিজিটাল মার্কেটিং কিরকম হতে পারে তা আমরা আলাপ করবো। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!