How To Start A Startup
শাহ পরান ভাই। একরাশ আত্মবিশ্বাস সাথে নিয়ে বাংলাদেশের স্টার্ট আপের রাজ্যে রাজ করা এই মানুষটা শুরুটা করেছিলেন এই “HandyMama” নিয়েই । HandyMama মূলত হাউজহোল্ড সার্ভিস বুক করার একটি প্লাটফর্ম। যেখানে যে কেউ এপ, কল সেন্টার এবং ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সার্ভিস বুক করতে পারবে। HandyMama সবচে নিকটবর্তী এবং দক্ষ সার্ভিস প্রোভাইডার এর সাথে যোগাযোগ করিয়ে দেবে মূহুর্তেই। শুরুটা হয়েছিলো ২০১৫ সালের মে মাসে ঢাকায় ই। এই পর্যন্ত ৮০,০০০+ বাসা এবং ৫০০০+ অফিসে সার্ভিস দিয়েছে এই HandyMama। কাজ করছেন যাতে সারা ঢাকা শহরে HandyMama একটা Household name হয়ে যায় এবং সার্ভিস পৌছে দিতে পারেন আধা ঘন্টার মধ্যে। কর্মসংস্থান করেছেন ৩০০০ এর ও বেশী মানুষের। লক্ষ্য রয়েছে আগামী দশ বছরে কমপক্ষে ২০,০০০ এর বেশী কর্মসংস্থান তৈরি করার।
লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে
- – পরান ভাই, এই স্টার্ট আপের সেক্টরে আসার পেছনের গল্পটা যদি বলতেন ।
– স্টার্ট আপ কে কেন আলাদা চোখে দেখেন ? ট্রেডিশনাল বিজনেস ও স্টার্টআপ এর মধ্যে পার্থক্যটি কোথায়? - – কেন স্টার্ট আপ ? কেন শুরু করেছিলেন ? ঝুকি ছিলো হেরে যাবার, এত আত্মবিশ্বাস কিভাবে পেলেন ?
- – নতুনরা স্টার্ট আপ এর শুরুটা কিভাবে করবে?
- – একটা স্টার্ট আপে Fundraise কিভাবে করতে হয় ?
- – একটা স্টার্ট আপ এর আইডিয়া জেনারেট করার সিস্টেম গুলো কি ?
রেজিস্ট্রেশন করুন
Error: Contact form not found.
৭ মে রাত ৯টায় ফেইসবুক লাইভ থেকে স্টার্টআপ বিজনেস বানানোর গল্প শুনবো শাহ পরান ভাইয়ের কাছ থেকে। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!