মার্কেটিং মানেই কী প্রচার এবং প্রসার? মার্কেটিং মিক্স কী ?
আমরা বেশীরভাগ মানুষ মার্কেটিং নিয়ে একটা ভুল ধারণা রাখি। আর সেটা হচ্ছে মার্কেটিং মানেই হচ্ছে প্রসার, যত বেশী মানুষের কাছে যত বেশী পণ্য প্রসার করা যায় সেটাই হচ্ছে মার্কেটিং। আদো কি তাই? মূলত মার্কেটিং তা নয়।
অবশ্যই মার্কেটিং এ প্রচার এবং প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনি ডিজিটাল বা ট্রেডিশনাল মার্কেটিং করুন, একজন মার্কেটার হিসাবে আপনার দ্বায়িত্ব হচ্ছে যথাযথ রিসার্চ, এনালাইসিস করে সঠিক মানুষের কাছে সঠিকভাবে আপনার পণ্যের প্রচার এবং প্রসার করা। আর এই কাজটা শুরু হয় মূলত কোন একটি পণ্য বাজারে বা মার্কেটে আসার পরে নয় বরং আগে থেকে। রিসার্চ করে দেখতে হয় আদো মার্কেটে পণ্যটির চাহিদা আছে কিনা, থাকলে কিরকম চাহিদা, কতজন পণ্যটা কিনতে পারে, কারা বর্তমানে একই ধরণের পণ্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে, মার্কেটে কিসের ঘাটতি রয়েছে যা দিয়ে আপনি আপনার কম্পটিটিটরদের পিছনে ফেলে আপনার কাস্টমারকে বোঝাতে সক্ষম হবেন যে আপনার পণ্য বা সেবাটিই হচ্ছে তাদের জন্য উপযুক্ত।
মার্কেটিং এর প্রধান ৪ টি ক্ষেত্র হচ্ছে,
- প্রোডাক্ট – যে পণ্যটি নিয়ে আপনি মার্কেটিং করতে চান।
- প্রাইস – যে দামে পণ্যটি আপনি ক্রেতার কাছে বিক্রয় করতে চান।
- প্লেস – যে স্থান থেকে ক্রেতা পণ্যটি কিনতে পারবে এবং
- প্রমোশন – যেভাবে আপনি আপনার পণ্যের প্রচার এবং প্রসার করতে চান।
ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করুন: