The Journey of an Entrepreneur

পারভেজ ভাই। ২০০৫ সালে একটা চাকুরীতে ঢোকেন ওয়েব ডেভেলপার হিসেবে। মাত্র এক বছর পরই ২০০৬ সালে নিজের সফটওয়ার ফার্ম খুলে বসেন। দু’বছরের মত কাজ করার পর ভেঙে যায় দলটি। এরপর ২০০৯ সালে আসেন ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সার ডট কম এ শীর্ষ ১০ ফ্রিল্যান্সার এর মধ্যে ঢুকে যান খুব কম সময়ের ব্যাবধানে। এরপর ২০১০ সালে খোলেন ThemeXpert. সেই থেকে এটি নিয়েই আছেন। এই ৯-১০ বছরে পার করেছেন নানান চ্যালেঞ্জ, সামলেছেন বিশাল অংকের হিসেব। বাকি গল্প শুনবো তার মুখ থেকেই। পারভেজ ভাই আসছেন লাইভে আগামী রবিবার রাত ১০ টায়।

লাইভ ইন্টারভিউতে যেসকল টপিক কভার করা হবে

  1. -পারভেজ ভাই, এই প্লাটফর্মে আসার পেছনের গল্প টা জানতে চাচ্ছিলাম।
  2. -একজন entrepreneur হিসেবে এই জায়গাটা কতটা প্রাপ্তির বলে আপনি মনে করেন ?
  3. -ThemeXpert মূলত কাদের নিয়ে কাজ করে, কি কাজ সামলায় ?
  4. -একজন নতুন উদ্যোক্তা হিসেবে একজন মানুষের কি কি মাথায় রাখা প্রয়োজন?
  5. -ফ্রিল্যান্সিং একজনকে তার কাজে দক্ষ হতে কতটা সহায়ক?
  6. -আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, একজন নতুন উদ্যোক্তা কে কি কি ঝামেলা পোহাতে হয় ?
  7. -দীর্ঘ ১০ বছর ধরে একটা কোম্পানি নিয়েই আছেন, কিভাবে সামলেছেন সবকিছু ?
  8. -একজন নতুন গ্রাজুয়েট কেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাইবে ?

রেজিস্ট্রেশন করুন

Error: Contact form not found.

১০ মে রাত ১০টায় ফেইসবুক লাইভ থেকে আইটি কোম্পানি বানানো ও সফল্ভাবে ১০ বছর ধরে রাখারা গল্প শুনবো পারভেজ ভাইয়ের কাছ থেকে। তাই এখনই সাইন আপ করে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে!

Related Articles

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

ক্লায়েন্ট এপ্রোচ থেকে ডিল ক্লোজিং: স্টেপ বাই স্টেপ গাইড

ক্লায়েন্ট এপ্রোচ করার সঠিক পদ্ধতি যেকোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। একজন ক্লায়েন্টকে দক্ষভাবে এপ্রোচ করতে পারা মানে শুধুমাত্র একটি প্রজেক্ট জেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী…

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…

Live Interview | A M Ishtiaque Sarwar

এ এম ইশতিয়াক সারোয়ার ভাই। শুরুটা সফট টেক ইনোভেশন লি নামে একটা টেকনোলজি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে । কাজ করছিলেন রেগুলার টেক সলিউশান নিয়ে ।…