নতুন উদ্যোক্তাদের জন্য ৩ বছর বিজনেস ধরে রাখার টিপস

নতুন উদ্যোক্তার জন্য বিজনেস শুরু করার প্রথম ৩ বছর সবচেয়ে বেশী চ্যালেঞ্জিং। এই সময়টিতে যদি ভেবেচিন্তে হিসাব করে খরচ আর প্রয়োজনীয় খাতে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে খুব ভালোভাবেই বিজনেস আস্তেধীরে গড়ে তোলা সম্ভব।

আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে আজ আপনার জন্য কিছু স্ট্র‍্যাটেজি শেয়ার করছি।

বিজনেস প্ল্যান, ব্র্যান্ড প্ল্যান ও মার্কেটিং প্ল্যান

বিজনেস শুরুর আগেই কী নিয়ে বিজনেস করছেন, টার্গেট অডিয়েন্স কারা, তারা কি পছন্দ করে, আর সেই পছন্দ অনুযায়ী প্রোডাক্ট, সার্ভিস নিয়ে বিজনেস প্ল্যান, ব্র্যান্ড প্ল্যান ও মার্কেটিং প্ল্যান সাজিয়ে ফেলুন।

  • বিজনেস মডেল ক্যানভাস রেডি থাকলে বিজনেসের ভিত মজবুত থাকবে।
  • রেগুলার কাস্টমারদের ফিডব্যাক নিয়ে প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার বা সার্ভিসে ইম্প্রুভমেন্ট নিয়ে আসুন।
  • জাস্ট ‘মার্কেটিং করতে হবে’ এর জন্য মার্কেটিং না করে ট্রেন্ড আর টার্গেট অডিয়েন্সদের পালস বুঝে মার্কেটিং প্ল্যান, স্ট্র‍্যাটেজি ও ক্যাম্পেইন সাজান।
  • পেইড ক্যাম্পেইন ছাড়াই অডিয়েন্সরা যেন পছন্দ করে ভালোলাগা থেকে আপনার মার্কেটিং এক্টিভিটিজ এর সাথে এনগেইজড হয়, সে বিষয়গুলোতে জোর দিন। বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন কখনোই মার্কেটিং ক্যাম্পেইন মনে হয় না।
  • ব্র‍্যান্ড বিল্ডিং এ জোর দিন, এতে লং রানে বিজনেস টিকিয়ে রাখতে পারবেন।

নিজের একটি ওয়েবসাইট

আপনি ঘুমিয়ে থাকার সময়ও যদি বিজনেস চালু রাখতে চান, তাহলে পেমেন্ট গেটওয়ে সহ নিজের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন। আপনার ওয়েবসাইটই আপনার বিজনেসের সেলস পারসনের দ্বায়িত্ব নিয়ে নিবে।

  • বিজনেসের শুরুতেই অনেক টাকা খরচ করে ওয়েবসাইট না বানিয়ে স্বল্প বাজেটের মধ্যে ওয়ার্ডপ্রেস বা এজাতীয় সিএমএস ব্যাবহার করে বানিয়ে ফেলুন।
  • ওয়েবসাইটের রেগুলার ব্যাকআপ রাখাটা নিজেই আয়ত্বে নিয়ে আসুন। তাহলে যেকোনো সিস্টেম লসে হায় হায় করে নিস্ব হতে হবে না।
  • ওয়েবসাইট আপনার ফিজ্যিকাল দোকানেরই অনলাইন ভার্সন, তাই ডিজাইন, মোবাইল রেসপন্সিভনেস, দ্রুত লোড হওয়ার বিষয়গুলো মাস্ট এনসিউর করুন।

সোশ্যাল মিডিয়া প্রেজেন্স

ডিজিটাল এই যুগে ফেইসবুক, ইন্সাটাগ্রাম পেইজ খুলে ও প্রোপারলি ম্যানটেন্সের মাধ্যমেও বেশ ভালো সেলস জেনারেট করা যায়। আর যদি চ্যাটবট সেটাপ করে ফেলতে পারেন, তাহলে ওয়েবসাইটের মতো চ্যাটবটও আপনার সেলস ম্যানেজার হিসাবে কাজ করবে।

অনলাইন পেইড প্রোমোশন

টার্গেট অডিয়েন্সের কাছে পৌছাতে ফেইসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব থেকে অপটিমাম বাজেটের মধ্যে এডভার্টাইজমেন্ট দেওয়া শিখুন।

লিড জেনারেশন ও অটোমেশন

বিদেশী ক্রেতা বা ইনভেস্টটর খুজে পেতে লিংকডইন এর বিকল্প নেই। আর তাই লিংকডইনে একটা সুন্দর বিজেনেস প্রোফাইল খুলে, টার্গট অডিয়েন্স গ্রুপ সিলেক্ট করে ম্যাজেস অটোমেশন ও লিড জেনারেশন করা সম্ভব।

ডাটা ভিজ্যুয়ালাইজেশন

বিজনেসে সঠিক সিদ্ধান্ত তখনই নিতে পারবেন যখন কিনা বিজনেসের সকল চ্যানেলের ডাটা প্রোপারলি ভিজ্যুয়ালাইজ করা যায়। তাই ডাটা ভিজ্যুয়ালাইজেশন করে নিজের বিজনেসের ক্রিটিক্যাল ডিসিশন সহজে নিয়ে নিন।

বিজনেসের প্রথম ৩ বছর যদি এই সবকিছুই নিজের আয়ত্বে নিজেই করে ফেলতে পারেন, তাহলে এরপর লোক নিয়োগ করে সেই বিজনেস এক্সপান্ড করা অনেক সহজ হয়ে যাবে। আর এই সবকিছু শিখতে লার্নিং বাংলাদেশের ৩ মাসের ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামে আজই এনরোল হয়ে যেতে পারেন। বিস্তারিত আমাদের ওয়েবসাইট থেকে জানুন।

Related Articles

১০ উপায়ে অনলাইন থেকে ইনকাম করুন বাসায় বসেই

Covid-19 রোগের কারণে আমরা অনেকেই বর্তমানে বাসা থেকে অফিস করার এক্সপেরিয়েন্স পেয়েছি। এতে একদিকে যেমন প্রতিদিনের যানজট এড়ানো গিয়েছে তেমনি পরিবারের অন্য সদস্যদের সাথেও আমাদের…

টেক প্রডাক্ট কিভাবে মার্কেটিং করবো?

আপনি কি লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে একটা লিডিং মোবাইল ওয়ালেটের বিজ্ঞাপনে বয়স্কদেরকে বেশি ফোকাস করা হচ্ছে? বা একটা মেজর টেলিকম কোম্পানি এখন বিজ্ঞাপনে বলে ‘কাছে…

লিংকডইন ও সেলস ন্যাভিগেটর এর সিক্রেট টিপস!

নিজেকে প্রোফেশনাল এক্সপার্ট বা স্পেশালিষ্ট হিসাবে তুলে ধরার একটা চমৎকার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হচ্ছে লিংকডইন। ক্যারিয়ারের ৪ স্টেজে লিংকডইনের ৪ টি সেগমেন্টে যদি ভালোভাবে ম্যানটেইন…

After Effects of COVID 19 on SME Business

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে এই তাসদীখ হাবিব ভাই হয়ে উঠলেন একজন সমস্যা সমাধানকারী। যেন তেন সমস্যা নয়,…

মোশন গ্রাফিক্সে সফল ক্যারিয়ার গড়ার ১৫ টি টিপস

সম্ভবত ‘মোশন গ্রাফিক্স’ বাংলাদেশের জন্য অন্যতম একটি সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশও কাজের বড় ক্ষেত্র রয়েছে। কারণ ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানেরই প্রোমোশন করতে হয়।…